রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে নাটকীয়ভাবে হারাল পাকিস্তান

১২ নভেম্বর ২০২৫, ০৮:০৭ AM , আপডেট: ১২ নভেম্বর ২০২৫, ০৮:১২ AM
পাকিস্তান ক্রিকেট দল

পাকিস্তান ক্রিকেট দল © সংগৃহীত ছবি

রুদ্ধশ্বাস এক ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়েছে পাকিস্তান। গতকাল (১১ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচে শেষ পর্যন্ত উত্তেজনা বজায় থাকলেও জয়ের হাসি হাসে স্বাগতিক পাকিস্তান। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

এদিন প্রথমে ব্যাট করে পাকিস্তান ৯ উইকেটে ২৯৯ রান করে। প্রথম দিকে ব্যাটিং বিপর্যয়ে পরে পাকিস্তান। ইনিংসের শুরুতে সাইম আইয়ুব  ৬ রান, মোহাম্মদ রিজওয়ান ৫ রানে এবং বাবর আজম ২৯ রানে আউট হন। পরে ফখর জামান ৫৫ বলে ৩২ রান করে দলকে কিছুটা স্থিতি দিলেও ৯৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। সেখান থেকে পঞ্চম উইকেটে সালমান আগা ও হুসাইন তালাতের দুর্দান্ত ১৩৮ রানের জুটি দলকে বড় সংগ্রহ এনে দেয়। তালাত ৬৩ বলে ৬২ রান করে ফেরেন, আর সালমান আগা ৮৭ বলে অপরাজিত ১০৫ রান করেন, ইনিংসে ছিল ৯টি চার। শেষদিকে মোহাম্মদ নেওয়াজ ২৩ বলে ৩৬ রানের দ্রুত ইনিংস খেলে দলীয় রান তিনশোর কাছাকাছি নিয়ে যান।

রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলঙ্কা। কামিল মিশরা ও পাথুম নিশাঙ্কার উদ্বোধনী জুটি ৭০ বলে ৮৫ রান তোলে। তবে হারিস রউফ এক ওভারেই জোড়া আঘাত হেনে ম্যাচে ফেরান পাকিস্তানকে। মিশরাকে (৩৮) আউট করার পর বোল্ড করেন কুশল মেন্ডিসকে। পরের ওভারেই নিশাঙ্কা (২৯) ক্যাচ দেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। সাদিরা সামারাবিক্রমা ৩৯, চারিথ আসালাঙ্কা ৩২, জানিথ লিয়ানাগে ২৮ ও কামিন্দু মেন্ডিস ৯ রানে ফিরেন।

লোয়ার অর্ডারে লড়াই চালান ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি ৫২ বলে ৫৯ রানের লড়াকু ইনিংস খেললেও শেষ পর্যন্ত নাসিম শাহর বলে লং অনে ক্যাচ হয়ে ফেরেন। তার বিদায়ে ভেঙে পড়ে শ্রীলঙ্কার জয়ের স্বপ্ন। শেষ পর্যন্ত ২৯৩ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস, পাকিস্তান জেতে ৬ রানে।

হারিস রউফ নেন চার উইকেট, নাসিম শাহ ও ফাহিম আশরাফ নেন দুটি করে। শেষ ওভারে শ্রীলঙ্কার কিছুটা আশা জাগলেও হুসাইন তালাতের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ম্যাচ পাকিস্তানের দখলেই থাকে।

 

কোকোকে নিয়ে আমির হামজার বিতর্কিত বক্তব্যটি ২০২৩ সালের, ফের …
  • ১৭ জানুয়ারি ২০২৬
একই স্কুলে প্রতি বছর ভর্তি ফি, ফেসবুকে সরব প্রতিবাদ
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে সায়েন্সল্যাবে গণজমায়েতের ঘোষণা শ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
বিইউপির এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে ৬ কোটি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন …
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9