৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট

১০ নভেম্বর ২০২৫, ০৪:১২ PM
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ © সংগৃহীত

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে এখন পর্যন্ত জয়হীন বাংলাদেশ দুই ম্যাচ হাতে রেখেই মূল পর্বের দৌড় থেকে ছিটকে গেছে। ৪ ম্যাচে মাত্র দুই পয়েন্ট হ্যাভিয়ের ক্যাবরেরার দলের। এবার ঘরের মাঠে তাদের সামনে নতুন চ্যালেঞ্জ নিয়ে প্রতিবেশী ভারত। আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।

এদিকে মূল পর্বে ওঠার আশা শেষ হলেও এই বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। দর্শকদের এই উচ্ছ্বাসের সুযোগে টিকিটের দাম বাড়িয়ে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাধারণ গ্যালারির টিকিটের দাম আগের চেয়ে ১০০ টাকা বাড়িয়ে ৫০০ টাকা নির্ধারণ করা হয়।

রবিবারই টিকিটের দাম ও বিক্রির নিয়ম জানায় বাফুফে। আজ (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে অনলাইন প্ল্যাটফর্ম Quicket–এ ৬ ক্যাটাগরির টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র ৬ মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি শেষ!

এ ব্যাপারে বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারির সব টিকিট শেষ হয়ে যায়। এখন গ্রাহকরা পেমেন্ট করছে। অর্ধেকের বেশি পেমেন্টও হয়ে গেছে। এখন শুধু রেড বক্স, হসপিটালিটি বক্সের টিকিট রয়েছে।’

এদিকে মাত্র ৬ মিনিটে টিকিট শেষ হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ক্রীড়াপ্রেমীরা। পাশাপাশি, টিকিট বিক্রিতে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ এনেছেন কেউ কেউ। অনেকেই অভিযোগ করছেন, নির্ধারিত সময়ে ওয়েবসাইটে প্রবেশ করলেও টিকিট পাননি তারা।

অন্যদিকে আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে ৫ নভেম্বর থেকে। সাধারণ গ্যালারির দাম ৩০০ টাকা ও ক্লাব হাউস-২ গ্যালারির দাম ১,০০০ টাকা রাখা হলেও দর্শকদের আগ্রহ তুলনামূলক কম।

উল্লেখ্য, গত মার্চে ভারতের বিপক্ষেই বাছাইপর্বের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। শিলংয়ে অনুষ্ঠিত সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়, যদিও সুযোগ নষ্টের কারণে জয় পায়নি ক্যাবরেরার দল। ওই ম্যাচেই জাতীয় দলের হয়ে হামজা চৌধুরীর অভিষেক হয়।

এরপর সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে পরপর দুই হারের পর হংকংয়ের মাঠে ড্র করে বাংলাদেশ। চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তৃতীয়স্থানে তারা।

একনজরে ভারত ম্যাচের টিকিটের মূল্য- সাধারণ গ্যালারি: ৫০০ টাকা, ক্লাব হাউস-১: ৫ হাজার টাকা, ক্লাব হাউস-২: ৩ হাজার টাকা, ভিআইপি-২: ৪ হাজার টাকা, ভিআইপি-৩: ৩ হাজার টাকা, রেড বক্স: ৬ হাজার টাকা, স্কাই ভিউ: ৭ হাজার টাকা, কর্পোরেট বক্স: ৮ হাজার টাকা ও স্কাই বক্স: ৮ হাজার টাকা। 

মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9