ফিফটি করার পথে তানজিদ হাসান তামিমের একটি শট © সংগৃহীত
ইনিংসের ১৫তম ওভারে দলীয় ১০০ রানে পৌঁছায় বাংলাদেশ। তার আগেই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন তানজিদ হাসান তামিম। রোমারিও শেফার্ডকে কাভার দিয়ে চারের মার মেরে ৩৮ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। তার টি–টোয়েন্টি ক্যারিয়ারের নবম অর্ধশতক এটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৮ রান।
রান তাড়ায় নেমে সাবধানী শুরু পেয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। এর মধ্যেই একবার জীবন পান সাইফ। জেসন হোল্ডারের করা দ্বিতীয় ওভারের শেষ বলে ক্যাচ তুলেছিলেন, কিন্তু পয়েন্ট থেকে পেছনে দৌড়ে বলের নিচে ঠিকভাবে পৌঁছাতে পারেননি ব্র্যান্ডন কিং। অবশ্য জীবন পেয়েও বেশিদূর যেতে পারেননি সাইফ; হোল্ডারের পরের স্পেলে তিনিই ফেরান এই ওপেনারকে, ক্যাচ নেন ব্র্যান্ডন কিং। ৫ রান করে ফেরেন সাইফ।
সাইফের বিদায়ে শুরুর ধাক্কা সামলে নেন তামিম-লিটন জুটি। পরে অবশ্য রোমারিও শেফার্ডের ভালো লেন্থের বলটি লাইন ছেড়ে খেলতে গিয়ে টপ-এজ করেন লিটন দাস। সহজ সুযোগটি পেয়েছিলেন মিড-উইকেটের কাছে থাকা শেরফানে রাদারফোর্ড, সময়ও ছিল হাতে যথেষ্ট, কিন্তু শেষ পর্যন্ত ক্যাচটি হাতছাড়া করেন তিনি। তবে সেই জীবন পেয়ে লিটন বেশিদূর যেতে পারেননি, আকিল হোসেনের ডেলিভারিতে বোল্ড হয়ে ১৭ বলে ২৩ রান করে ফেরেন।
তাওহীদ হৃদয়ও আজ ব্যাট হাতে ব্যর্থ। রোমারিও শেফার্ডের বলে জেইডেন সিলসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। ১৪ বলে ১২ রান এসেছিল তার ব্যাটে।