পিসিবির নোটিশ ছিঁড়ে ফেললেন মুলতানের মালিক, তোপের মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড

আলী খান তারিন
আলী খান তারিন  © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পাঠানো আইনি নোটিশের জবাবে প্রকাশ্যে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি সেই নোটিশ ছিঁড়ে ফেলেন এবং পিসিবির প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

পিএসএলের সঙ্গে করা ১০ বছরের চুক্তির কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগে পিসিবি সম্প্রতি আলী তারিনকে আইনি নোটিশ পাঠায়। আগামী ডিসেম্বরেই শেষ হচ্ছে পিএসএলের প্রথম দশক এবং মুলতান সুলতানসের বর্তমান মালিকানার মেয়াদও। নতুন করে মালিকানা ধরে রাখতে হলে আবারও দরপত্রে অংশ নিতে হবে তাঁকে।

মুলতান সুলতানসের পক্ষ থেকে জানানো হয়, গত মাসে বোর্ডের পাঠানো নোটিশে তাদের মালিককে পিএসএল ব্যবস্থাপনা নিয়ে করা সমালোচনামূলক মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। নোটিশে আরও হুঁশিয়ারি দেওয়া হয়— নির্দেশ অমান্য করলে ফ্র্যাঞ্চাইজির চুক্তি বাতিল করা হবে এবং আলী তারিনকে আজীবনের জন্য কোনো ক্রিকেট দলের মালিকানা থেকে নিষিদ্ধ করা হতে পারে।

তবে এসব হুমকিতে ভীত নন আলী তারিন। বরং তিনি প্রকাশ্যে পিসিবির নীতিমালা ও সিদ্ধান্তের তীব্র সমালোচনা অব্যাহত রেখেছেন। গত এক বছরে তিনি পিএসএল ব্যবস্থাপনার অন্যতম কড়া সমালোচক হিসেবে পরিচিত হয়েছেন। বিশেষ করে বোর্ডের স্বচ্ছতার অভাব ও দুর্বল যোগাযোগ নিয়ে তিনি ধারাবাহিকভাবে প্রশ্ন তুলছেন।

মুলতান সুলতানসের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘গঠনমূলক সমালোচনাকে অপরাধ হিসেবে দেখা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি বর্তমান ব্যবস্থাপনার সংকীর্ণ মানসিকতার পরিচায়ক। স্পষ্ট বোঝা যায়, পিএসএল এখন আর প্রশ্ন বা জবাবদিহির জন্য উন্মুক্ত নয়— এমনকি তাঁদের কাছ থেকেও নয়, যারা লিগটিকে শক্তিশালী করতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন। সৎ প্রতিক্রিয়া বন্ধ করে কোনো বড় লিগ গড়ে তোলা সম্ভব নয়।‘

পরিস্থিতি আরও উত্তপ্ত হয় বৃহস্পতিবার, যখন আলী তারিন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি বলেন, ‘আমাকে এখন উল্টো আইনি নোটিশ পাঠানো হয়েছে। যদি তোমরা আরও যোগ্য হতে, তাহলে জানতে এমন বিষয় এভাবে সমাধান করা হয় না।‘

তিনি আরও জানান, তাঁর আইনজীবীরা ক্ষমা চাওয়ার কোনো আইনি ভিত্তি খুঁজে পাননি। তবে পিএসএলের স্বার্থে বিষয়টি বিবেচনা করতে পারেন বলে জানান তিনি। ভিডিওর একেবারে শেষে আলী তারিন হাতে থাকা নোটিশটি ছিঁড়ে ফেলেন এবং রসিকতার সুরে বলেন, ‘আশা করি, আমার এই ক্ষমা প্রার্থনার ভিডিও আপনাদের ভালো লেগেছে।‘

 

 


সর্বশেষ সংবাদ