স্পিন বোলিংয়ে নতুন রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের
- ক্রীড়া প্রতিবেদক
- প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৪:০২ PM
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এক অনন্য নজির গড়লো ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে ৩৫ ওভার স্পিনারদের দিয়ে করিয়েছে তারা, যা ওয়ানডে ইতিহাসে ক্যারিবিয়ানদের এক ম্যাচে স্পিনে সর্বোচ্চ ওভার বোলিংয়ের রেকর্ড।
বাংলাদেশের বিপক্ষে উইকেট যেন স্পিনারদের জন্য খুলে রেখেছিল সব দরজা। চেজ, আকিল, মোতি, অ্যাথানাজ; চারদিকে কেবলই স্পিনের ঘূর্ণি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৩ রান। টস জিতে ব্যাটিংয়ে নেমে ছন্দে থাকা সাইফ হাসানের ব্যাট এবার কথা বলেনি। মাত্র ৬ রান করে ফেরেন সাজঘরে।
প্রথম ম্যাচে ঝলমলে ফিফটি করা তাওহীদ হৃদয় এবার থামেন ১২ রানে। তাকে অনুসরণ করলেন নাজমুল হোসেন শান্তও, দুটি চারের শটে শুরুটা আশাব্যঞ্জক হলেও, ১৫ রানে থেমে যায় তার ইনিংস।
আগের ম্যাচেই অভিষিক্ত অঙ্কন এবার দেখাতে চেয়েছিলেন আক্রমণাত্মক মেজাজ। কিন্তু বড় শট খেলতে গিয়েই থামেন ১৭ রানে। একই পরিণতি সৌম্য সরকারেরও। চোখে পড়ার মতো ব্যাটিং করলেও, অপ্রয়োজনীয় এক শটে সীমানার কাছেই ধরা পড়েন। ৮৯ বলের মন্থর ইনিংসে করেন ৪৫ রান, মারেন ৩ চার ও ১ ছক্কা।