প্রথমবারের মতো ওয়ানডেতে আফগানিস্তানের সাথে ধবলধোলাই বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল  © এএফফি

টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স দেখানো বাংলাদেশ ওয়ানডেতে এসে যেন সম্পূর্ণ রূপ বদলে ফেলল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। ফলে আফগানিস্তানের কাছে ধবলধোলাইয়ের লজ্জা বরণ করতে হলো বাংলাদেশকে যা আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে হোয়াইটওয়াশ।

এর আগে আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশ ও আফগানিস্তান চারটি সিরিজ খেলেছিল। দুদলই জিতেছিল দুটি করে সিরিজ। তবে এবার ইতিহাস বদলে গেল জয়ের মুখ না দেখেই হেরে গেল বাংলাদেশ।

দুবাইয়ে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ২৯৩ রান। জবাবে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। ফলে ২০০ রানের বিশাল ব্যবধানে জিতে নেয় হাসমতউল্লাহ শহীদির দল।

২৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা যেন ভয়াবহ রূপ নেয়। ওপেনিং জুটি সাইফ হাসান ও নাঈম শেখ মিলে তুলেছিলেন মাত্র ৩৫ রান যা পুরো ইনিংসের সর্বোচ্চ জুটি। এরপর একে একে ফিরেছেন শান্ত, হৃদয়, মিরাজ, শামীমসহ সবাই।

দলের হয়ে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন ওপেনার সাইফ হাসান, ৫৪ বলে ৪৩ রান করে (২ চার ও ৩ ছয়)। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি নাঈম ৭, শান্ত ৩, হৃদয় ৭, মিরাজ ৬, শামীম ০, সোহান ২, তানভীর ৫, রিশাদ ৪, হাসান ৯ ও নাহিদ রানা অপরাজিত ২ রানে ছিলেন।

আফগানিস্তানের হয়ে বিলাল সামি ৫ উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞ চালান, রশিদ খান পান ৩ উইকেট এবং আজমতউল্লাহ ওমরজাই নেন ১টি উইকেট।

এর আগে ব্যাটিংয়ে নেমে আফগান ওপেনার গুরবাজ ও ইব্রাহিম জাদরান মিলে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তোলেন তারা। গুরবাজ ৪২ রানে আউট হলেও জাদরান ৯৫ রান করে রানআউট হন সেঞ্চুরি মিসের আক্ষেপে।

শেষদিকে মোহাম্মদ নবীর ঝড়ো ব্যাটে আফগান ইনিংস বড় হয়। মাত্র ৩৫ বলে ফিফটি পূর্ণ করেন, শেষ পর্যন্ত ৩৭ বলে ৬২ রানে অপরাজিত থাকেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

বাংলাদেশের হয়ে সাইফ হাসান নেন ৩ উইকেট, হাসান মাহমুদ ও তানভীর ইসলাম নেন ২টি করে উইকেট।

এই পরাজয়ে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ব্যর্থতা রেকর্ড হলো আফগানিস্তানের বিপক্ষে প্রথম ধবলধোলাই এবং সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ব্যবধানের হার।


সর্বশেষ সংবাদ