বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত
এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে ওঠার সহজ সুযোগ পেয়েও তা লুফে নিতে পারেনি বাংলাদেশ। উল্টো, ভারতের সঙ্গে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। এতে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে ‘অলিখিত’ সেমিফাইনাল।
তবে ফাইনালে ওঠার মিশনে সমীকরণ একদমই সহজ; জিতলেই ফাইনাল, আর পরাজয়ে হতাশার বিদায়। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
সাম্প্রতিক পরিসংখ্যানও টাইগারদের আশা জোগাচ্ছে। গেল জুলাইতে বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। এছাড়া, শ্রীলঙ্কা ও ঘরের মাঠে নেদারল্যান্ডস মিলিয়ে টানা তিনটি সিরিজ জিতেছে লিটন দাসের দল।
অবশ্য, পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি পরিসংখ্যানটা আহামরি আশা জাগানিয়া নয়। পাকিস্তানের সঙ্গে ২৫ বারের মুখোমুখি দেখায় মাত্র পাঁচবার জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ, বিপরীতে ২০ বারই জিতেছে দ্য গ্রিন ম্যানরা। তবুও, পাকিস্তানের বিপক্ষে পরিসংখ্যানে চোখ নয়, বরং ‘অলিখিত’ সেমিতে জয়ের প্রত্যাশাই করছেন গত ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া জাকের আলি অনিক।
এদিকে মহাদেশীয় কিংবা বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের লাইভ ম্যাচ দেখা নিয়ে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় সমর্থকদের। তবে স্বস্তির খবর হচ্ছে, বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলেই বাংলাদেশ-পাকিস্তান মহারণ দেখা যাবে। স্পোর্টসভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসে দেখা যাবে ম্যাচটি। মোবাইল ও অনলাইনে টফি অ্যাপ এবং ট্যাপম্যাড অ্যাপের মাধ্যমে সরাসরি সম্প্রচার উপভোগ করা যাবে। এছাড়া স্পোর্টস জেডএফওয়াই, এইচডি স্ক্রিনেও ম্যাচটি সরাসরি দেখা যাবে।