বিসিবি নির্বাচনে বুলবুল-ফারুক-তামিমের সঙ্গী যারা

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ PM
আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও তামিম ইকবাল

আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও তামিম ইকবাল © সংগৃহীত

নানান জল্পনা-কল্পনার পর আসন্ন বিসিবি নির্বাচনের জন্য কাউন্সিলরদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, আগামী নির্বাচনে এসব কাউন্সিলরগণই ভোটাধিকার প্রয়োগ করবেন। অবশ্য, ১৭৭টি কাউন্সিলর পদের মধ্যে ৬টি নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে তিন হেভিওয়েট প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও তামিম ইকবাল ছাড়াও বেশ কিছু মুখ আলোচনায় রয়েছেন।

এর মধ্যে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম। অন্যদিকে রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলরশিপ নিয়েছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। একদম অন্তিম মুহূর্তে কাউন্সিলরশিপ জমা দিয়েছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। অন্যদিকে আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে ভোটার হয়েছেন। এছাড়া ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে নাজমুল আবেদিন ফাহিম কাউন্সিলর হয়েছেন। তবে, চমক দেখিয়ে কুমিল্লা জেলা থেকে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এবং টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা থেকে ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হুসাইন সামি বিসিবির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এদিকে প্রিমিয়ার ডিভিশনের ১২ ক্লাবের মধ্যে আবাহনী থেকে শেখ বশির আহমেদ, মোহামেডান থেকে মাসুদুজ্জামান, গাজী গ্রুপ থেকে মো. রফিকুল ইসলাম, লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে মো. লুৎফর রহমান, অগ্রণী ব্যাংক থেকে মো. আনোয়ারুল ইসলাম, প্রাইম ব্যাংক থেকে তানজিল চৌধুরী, ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে ইসতিয়াক সাদেক, রূপগঞ্জ টাইগার্স থেকে আদনান রহমান দীপন, ব্রাদার্স থেকে ইশরাক হোসেন, পারটেক্স থেকে আজিজ আর কায়সার টিটো এবং শাইনপুকুর থেকে আসিফ রব্বানী ভোটার বা কাউন্সিলর হয়েছেন। 

অন্যদিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ পর্যায়ের ক্লাবগুলো থেকে ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়াচক্র), মনজুর আলম (রেগুলার স্পোর্টিং ক্লাব) কাউন্সিলর হয়েছেন। 

এছাড়া সংস্থাগুলোর মধ্য থেকে মো. সানোয়ার হোসেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, দেবব্রত পাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলর হয়েছেন। এছাড়া কোয়াব নির্বাচনের সভাপতি পদে প্রার্থিতা করা সেলিম শাহেদ জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পেয়েছেন। এই তালিকায় সাবেক ক্রিকেটার ও খ্যাতনামা আম্পায়ার সাথিরা জাকির জেসিও রয়েছেন। 

সাবেক ক্রিকেটার কোটায় জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, এহসানুল হক, মোহাম্মদ আলী খান, খালেদ মাসুদ পাইলট, নিয়ামুর রশিদ রাহুল, হাসানুজ্জামান, হাসিবুল হোসেন শান্ত, মুশফিকুর রহমান, মাহমুদুল হাসান ভোটার হয়েছেন।

এদিকে সাবেক অধিনায়ক হিসেবে বিসিবি সভাপতি কর্তৃক মনোনীত কাউন্সিলররা হলেন: গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ শফিকুল হক, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার।

খসড়া ভোটার তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

ট্যাগ: বিসিবি
টেকনাফ সীমান্তে ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার, এলাকাজুড়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
৪ লক্ষাধিক মানুষের জন্য ৪ চিকিৎসক
  • ২১ জানুয়ারি ২০২৬
‘এটাই ক্রিকেট, নিদাহাস ট্রফির কথা মনে পড়ছে’, আবেগাপ্লুত কণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
আবরার ফাহাদ হত্যার রায় এই সরকার কার্যকর করতে পারলো না: আবরা…
  • ২১ জানুয়ারি ২০২৬
মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২১ জানুয়ারি ২০২৬
পে কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়ন নাও হতে পারে: অর্থ উ…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9