পাকিস্তান ম্যাচের আগে দুঃসংবাদ পেল ভারত

ভারতের ক্রিকেটাররা
ভারতের ক্রিকেটাররা  © সংগৃহীত

এশিয়া কাপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হয়েছিল ভারত। তবে ম্যাচ চলাকালীনই বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। ফিল্ডিং করতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল।

ওমানের ইনিংসের ১৫তম ওভারে হাম্মাদ মির্জার এক বড় শট ধরতে গিয়ে ক্যাচ মিস করেন অক্ষর। বলের পেছনে দৌড়ানোর সময় পড়ে গিয়ে তার মাথা মাটিতে আঘাত করে। সঙ্গে সঙ্গেই মাথা চেপে ধরেন তিনি, পরে মাঠে ছুটে আসেন চিকিৎসকরা। তারা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অক্ষরকে মাঠ ছাড়তে হয়। এরপর তিনি আর খেলায় ফেরেননি। ধারাভাষ্যকারদের মতে, চোটটি বেশ গুরুতর।

তবে ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ জানিয়েছেন, চোটটি খুব গুরুতর না হলেও মাথার আঘাত হওয়ায় কোনো ধরনের ঝুঁকি নেওয়া হবে না। তিনি বলেন, ‘অক্ষর যদি পুরোপুরি ফিট না হয়, তাহলে তাকে খেলানো হবে না। সে দলের গুরুত্বপূর্ণ সদস্য, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই অবদান রাখে।’

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে মাত্র এক দিনের বিরতি থাকায় অক্ষরের সেরে ওঠার সময় কম। তিনি না খেলতে পারলে ভারত দুই স্পিনার নিয়ে নামতে পারে ম্যান ইন ব্লুরা। সে ক্ষেত্রে একাদশে জায়গা পেতে পারেন আর্শদীপ সিং বা হার্শিদ রানা। এ ছাড়া স্ট্যান্ডবাই হিসেবে ওয়াশিংটন সুন্দর থাকলেও তাকে এখনও দুবাইয়ে পাঠানো হয়নি। এত কম সময়ে তাকে নিয়ে গিয়ে প্রস্তুত করাও বেশ কঠিন হবে। এখন দেখার বিষয়, গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অক্ষর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন কি না!


সর্বশেষ সংবাদ