টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ PM
দ্বিপাক্ষিক সিরিজ অনেক আগে থেকেই বন্ধ। শঙ্কা ছিল—বহুজাতিক কিংবা আইসিসি-এসিসির ইভেন্টগুলোতেও মুখোমুখি লড়াই এড়িয়ে যেতে পারে ভারত-পাকিস্তান। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবারের এশিয়া কাপেও একই গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।
হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।