ভারতকে হারানোর কৌশল বাতলে দিলেন শোয়েব মালিক

ভারত-পাকিস্তান ম্যাচ
ভারত-পাকিস্তান ম্যাচ   © সংগৃহীত

দ্বিপাক্ষিক সিরিজ অনেক আগে থেকেই বন্ধ। শঙ্কা ছিল—বহুজাতিক কিংবা আইসিসি-এসিসির ইভেন্টগুলোতেও মুখোমুখি লড়াই এড়িয়ে যেতে পারে ভারত-পাকিস্তান। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবারের এশিয়া কাপেও একই গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।

অবশ্য, দুই দলই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) এক রোমাঞ্চকর লড়াইয়ে নামছে তারা, যার জন্য অপেক্ষায় ছিল কোটি ভক্ত-সমর্থক। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

এদিকে এই ম্যাচ ঘিরে নানান হিসাব-নিকাশ চলছে। শক্তিমত্তা, জয়ের পাল্লা কোনদিকে বেশি ভারী সেই আলোচনায় এবার যোগ দিলেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। ভারতকে হারাতে উত্তরসূরীদের কিছু কৌশলও বাতলে দিলেন তিনি। শোয়েব বলছেন, ‘টস গুরুত্বপূর্ণ, তবে সেটি কারও হাতে নেই, এমনকি পাকিস্তানেরও নয়। পাকিস্তানের সেরা সুযোগ হবে, যদি তারা ভারতের শীর্ষ তিন-চারজন ব্যাটারকে দ্রুত আউট করতে পারে এবং রান কমিয়ে রাখতে পারে।’

এই অলরাউন্ডারের মতে, পাকিস্তানের সবচেয়ে বড় সুযোগ নতুন বলে প্রতিপক্ষকে দ্রুত চাপে ফেলা। এমনটা হলেই দ্য গ্রিন ম্যানদের জয়ের সম্ভাবনা দেখছেন তিনি।

শোয়েব বলছেন, ‘দ্রুত উইকেট তুলে নিয়ে খেলা চালিয়ে যেতে পারলে ভারতের স্কোর ১৫০–১৬০ এর মধ্যে আটকে দেওয়া সম্ভব। আমার মতে, এমন একটি পরিস্থিতি তৈরি করতে পারলে ভারতের বিপক্ষে পাকিস্তান জয়ের সম্ভাবনা তৈরি করতে পারে।’

পাকিস্তানের সাবেক এই অধিনায়কের বিশ্বাস, ‘দ্বিতীয় বিষয় হলো মাঝের ওভার, যেখানে আপনার স্পিনাররা বিশেষত সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ তিনটি করে উইকেট নেবে। যদি তারা দুজনই খেলে, তবে এটি বড় সুযোগ তৈরি করবে। কারণ ভারত প্রথমে ব্যাট করুক বা পরে, যদি তাদের ব্যাটাররা আউট না হয়, তাহলে আপনি আসলে খেলায় থাকতেই পারবেন না।’


সর্বশেষ সংবাদ