ফিরলেন ২ বছর পর, প্রথম ওভারে পেলেন জোড়া সাফল্যও
- ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৭:০৮ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ PM
২০২৩ সালের পর প্রথমবারের মতো মাঠে নেমেই দুর্দান্ত শুরু করলেন সাইফ হাসান। নিজের প্রথম ওভারেই তুলে নেন অধিনায়ক স্কট এডওয়ার্ডসের উইকেট। সুইপ করতে গিয়ে জাকেরের হাতে ধরা পড়েন তিনি। ৭ বলে ১২ রান করে ফেরেন ডাচ অধিনায়ক। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৬ ম্যাচ খেললেও এটাই সাইফের প্রথম উইকেট।
অবশ্য প্রথম উইকেটের পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। একই ওভারের শেষ বলে আবারও সাফল্য পান এই অফ স্পিনার। চতুর্থ বলে উইকেট নেওয়ার পর পঞ্চম বলে ওয়াইড দেন, তবে শেষ ডেলিভারিতে ফেরান নিদামানুরুকে। ২৬ বলে সমান ২৬ রান করে ডিপ মিডউইকেটে হৃদয়ের হাতে ক্যাচ দেন এই ডাচ ব্যাটার।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের দারুণ শুরুর দিনে পাওয়ার প্লেতে মাত্র ৩৪ রান তুলতে পেরেছে নেদারল্যান্ডস। ইনিংসের চতুর্থ ওভারে প্রথম বলেই তাসকিন আহমেদের বলে ক্যাচ দিয়ে ফেরেন ম্যাক্স ও’ডাউড (১৫ বলে ২৩)।
অষ্টম ওভারে বোলিংয়ে ফিরেই ফের তাসকিনের উইকেট। অফ স্টাম্পের বাইরে করা তাসকিনের শর্ট বলে পুল করতে গিয়ে লং অনে ক্যাচ দেন বিক্রমজিৎ। পারভেজ হোসেন ইমন সেই ক্যাচটি লুফে নিলে দ্বিতীয়বারের মতো সাফল্য আসে তাসকিনের হাতে। ১১ বলে মাত্র ৪ রান করে ফেরেন ডাচ এই ব্যাটার।