৯২ রানে অলআউট হয়ে ৩৪ বছর পর সিরিজ হারল পাকিস্তান

১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
মোহাম্মদ রিজওয়ান

মোহাম্মদ রিজওয়ান © এএফপি

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল পাকিস্তান। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজও জয়ে দিয়েই শুরু করেছিল দ্য গ্রিন ম্যানরা। কিন্তু শেষ দুই ওয়ানডেতে দুর্দান্ত প্রত্যাবর্তনে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা, যা সফরকারীদের বিপক্ষে ৩৪ বছর পর ক্যারিবীয়দের ওয়ানডে সিরিজ জয়।

অবশ্য সিরিজ নির্ধারণী ম্যাচে দলীয় সেঞ্চুরিও ছুঁতে পারেনি পাকিস্তান। এমনকি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপের ১২০ রানও করতে পারেনি দ্য গ্রিন ম্যানরা। মাত্র ৯২ রানে গুটিয়ে গিয়ে ২০২ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরেছে দলটি।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৯৪ রানের পুঁজি দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ৩৭ রান করেন ওপেনার এভিন লুইস। চারে নেমে ১০ চার ও ৫ ছক্কায় ৯৪ বলে ১২০ রানের ঝকঝকে ইনিংস খেলেন হোপ। এছাড়া রোস্টন চেজ ৩৬ এবং ৪ চার ও ২ ছক্কায় ২৪ বলে ৪৩ রানের কার্যকরী ইনিংস খেলেন  জাস্টিন গ্রেভস।

জবাবে সফরকারীদের টপ-অর্ডারের পর মিডল-অর্ডারও ব্যথতায় দিন রাঙায়। এর মধ্যে প্রথম ৪ ব্যাটারের তিনজনই ডাক মারেন। ৩ বল মোকাবিলায় ওপেনার সাঈম আইয়ূব এবং ৮ বলেও রানের খাতা খুলতে পারেননি আব্দুল্লাহ শফিক। এছাড়া গোল্ডেন ডাক মারেন অধিনায়ক রিজওয়ান।

৮ রানে ৩ উইকেট হারানো দলটি ফের দলীয় ২৩ রানের মাথায় বাবর আজমের উইকেট হারায়। এরপর সালমান আলি আঘা এবং মোহাম্মদ নওয়াজ ২৩ রানের ইনিংস খেললেও দলীয় সেঞ্চুরি ছুঁতে পারেনি দ্য গ্রিন ম্যানরা। সবমিলিয়ে পাঁচ ব্যাটার শূন্য এবং কেবল তিনজন দুই অঙ্কের ঘরে পা রাখেন। এতে ২৯ দশমিক ২ ওভারে ৯২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। 

দ্য গ্রিন ম্যান শিবির ধসিয়ে দিতে ৭ দশমিক ২ ওভারে ১৮ রান খরচায় ৬ উইকেট শিকার করেন জেইডেন সিল। এছাড়া দুটি উইকেট নেন গুডাকেশ মোতি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবি সংলগ্ন মেসে অপ্রীতিকর অবস্থায় দুই সমকামী শিক্ষার্…
  • ২০ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২০ জানুয়ারি ২০২৬
চিরকুট লিখে ২৩ দিনের শিশুকে হাসপাতালে রেখে পালালেন মা, অতঃপ…
  • ২০ জানুয়ারি ২০২৬
জাইমা রহমান: চমকপ্রদ সূচনার মতোই বহমান হোক আগামীর পথচলা
  • ১৯ জানুয়ারি ২০২৬
যে কারণে স্থগিত রাজশাহী জেলা ও মহানগর এনসিপির কমিটি
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9