বাংলাদেশ বনাম পাকিস্তান © সংগৃহীত
সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টির মাঝে একদিন বিশ্রামের সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা। তবে মর্মান্তিক এক ঘটনার কারণে অবকাশের দিনটি রং হারায়। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটে, যা পুরো জাতিকে স্তব্ধ করে দেয়।
এই শোকাবহ পরিবেশের মধ্যেই আজ মঙ্গলবার (২২ জুলাই) মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান। চারদিকে নেমে আসা শোকের ছায়ায় আজকের ম্যাচটি এক বিষণ্ন আবহের অংশ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজকের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। খেলোয়াড়রা আজ কালো আর্মব্যান্ড পরিধান করে মাঠে নামবেন। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে একাধিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্টেডিয়ামসহ বিসিবির সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে ম্যাচ শুরু হবে এবং ম্যাচ চলাকালীন সময় সব ধরনের গান-বাজনা ও বিনোদনমূলক কার্যক্রম বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ধসের মুখে পড়া পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজ জয় পেলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা। অন্যদিকে, পাকিস্তানের জন্য আজকের ম্যাচ টিকে থাকার লড়াই; হারলেই সিরিজ পরাজয়। শ্বাসরুদ্ধকর ম্যাচের আগে তাই আলোচনায় একাদশ!
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
পাকিস্তান সম্ভাব্য একাদশ: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।