প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশের একাদশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৪:০০ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৬:৩৫ PM
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের দুঃখস্মৃতি ভুলে জয়ে দিয়েই সংক্ষিপ্ত সংস্করণ রাঙানোর প্রত্যাশা টাইগারদের। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
এদিকে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই স্বাগতিক শ্রীলঙ্কাকে ফেভারিটের তকমা দিয়েছেন লিটন দাস। এরই মাঝে আলোচনায় প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশ। এদিন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে ওপেনিংয়ে দেখা যেতে পারে।
তিন নম্বরে অধিনায়ক লিটন দাস ব্যাটিং করবেন। এরপর যথাক্রমে তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী ও রিশাদ হোসেনকে দেখা যেতে পারে।
এদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বেশ কিছু স্মরণীয় মুহূর্ত আছে। ১৭ বারের মোকাবিলায় এ পর্যন্ত ৬টিতে জয়ের বিপরীতে ১১টিতে হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে পাঁচটি টি–টোয়েন্টি খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ, বিপরীতে দুটি জয় পেয়েছে লঙ্কানরা।
২০১৮ সালে কলম্বোতে স্বাগতিকদের বিপক্ষে এই ফরম্যাটে সর্বোচ্চ স্কোর (২১৫/৫) গড়েছিল বাংলাদেশ। মাত্র ৭ বার টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০-র বেশি রান করতে পেরেছে বাংলাদেশ। এর মধ্যে দুটিই শ্রীলঙ্কার বিপক্ষে এসেছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।