দ্বিতীয় ওয়ানডেতেই ফিফটি পারভেজ ইমনের

পারভেজ হোসেন ইমন
পারভেজ হোসেন ইমন  © ফাইল ফটো

জীবনের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে ভালো শুরু করেছিলেন পারভেজ হোসেন ইমন। তবে বেশিদূর এগোতে পারেননি। ওই ম্যাচে ১৩ রানেই আউট হয়ে গিয়েছিলেন। তবে দ্বিতীয় ওয়ানডেতে নিজের প্রথম হাফ সেঞ্চুরি পেয়েছেন ইমন।

তরুণ ওপেনার ইমন তার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ছড়িয়েছেন আলো। ৫টি চার ও ৩টি ছক্কায় হাফ সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ওপেনার। দারুণ ব্যাটিং করেছেন তিনি। ৪৬ বলে ফিফটি পূর্ণ করেছেন বাঁহাতি তরুণ ব্যাটার। পেয়েছেন ওয়ানডেতে জীবনের প্রথম হাফ সেঞ্চুরি। 

উইকেটে থিতু হলেও শেষপর্যন্ত হাসারাঙ্গার গুগলিতে বোল্ড হয়ে গেছেন ইমন। ৬৯ বলে ৬৭ রান করেন এই ওপেনার।


সর্বশেষ সংবাদ