নতুন শুরুর লক্ষ্য বাংলাদেশের, যেমন হবে একাদশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১২:৪৬ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৯:৫০ AM
টেস্ট সিরিজের হতাশা পেছনে ফেলার লক্ষ্য বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে নতুন উদ্যমে যাত্রা শুরু করতে প্রস্তুত টাইগাররা। বুধবার (২ জুলাই) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।
এই সিরিজ দিয়েই স্থায়ী অধিনায়ক হিসেবে নতুন অধ্যায় শুরু করছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সদ্য সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হয়ে ওয়ানডে দলের দায়িত্বে তিনি। এক বছরের জন্য তাকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে, টেস্ট সিরিজে ভালো শুরু করেও শেষটা হতাশাজনক হয়েছে বাংলাদেশের জন্য। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ড্র হলেও দ্বিতীয় ম্যাচে ইনিংস ও ৭৮ রানে পরাজিত হয় টাইগাররা।
অবশ্য টেস্টের হতাশা ভুলে এই ওয়ানডে সিরিজে নতুন উদ্যমে নামতে চায় টাইগাররা। প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করতে পারলে র্যাঙ্কিং ও আত্মবিশ্বাস—দুই দিকেই বড় লাভ হতে পারে বাংলাদেশের।
এদিকে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পাওয়া লিটন দাস ফের একাদশে ফিরছেন । ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে নাঈম শেখ-ও একাদশে জায়গা পেতে পারেন। এতে ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন আসতে পারে।
নাঈম ইনিংস শুরু করলে তিনে খেলা নাজমুল হোসেন শান্তকে চারে নামিয়ে দেওয়া হতে পারে। যদিও ওয়ানডে ফরম্যাটে এই পজিশনে ব্যাটিংয়ের অভিজ্ঞতা কম শান্তর । একইভাবে চার নম্বরে ব্যাট করে অভ্যস্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ছয়ে নেমে যেতে পারেন।
স্পিন বিভাগে মিরাজের সঙ্গী হওয়ার কথা রিশাদ হোসেনের। বর্তমানে দলের সবচেয়ে কার্যকর লেগ স্পিনারদের একজন হিসেবে পরিচিত রিশাদ, রান আটকে দেওয়ার পাশাপাশি মাঝের ওভারে উইকেট তুলতেও সক্ষম। তবে কলম্বোর প্রথম ম্যাচে তার খেলা অনিশ্চিত, পেটের সমস্যায় ভুগছেন তিনি।
রিশাদ না খেললে তার বদলি হতে পারেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করছেন তিনি। কলম্বোর উইকেট স্পিনারদের সহায়ক হওয়ায় তাকে নিয়ে চিন্তাভাবনা করছে টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথা আসালঙ্কা ইতিমধ্যে জানিয়েছেন, উইকেট হবে স্পোর্টিং—স্পিনারদের সহায়তা করলেও ব্যাটারদের জন্যও থাকবে রান করার সুযোগ। সে অনুযায়ী, তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে সফরকারীরা।
পেস ইউনিটে ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন তাসকিন আহমেদ। তার সঙ্গে মোস্তাফিজুর রহমান থাকবেন । আর তৃতীয় পেসার হিসেবে নাহিদ রানাকে দেখা যেতে পারে।
এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৫৭ ম্যাচ খেলে মাত্র ১২টি জিতেছে বাংলাদেশ। ৪৩টিতে হার ও দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তবে, দু’দলের শেষ পাঁচ দেখায় তিনটিতে জিতেছে বাংলাদেশ এবং দু’টিতে হেরেছে। এছাড়া শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ওয়ানডে রেকর্ডও হতাশাজনক। ২৪ ম্যাচ খেলে মাত্র দুটিতে জয়, ২০টিতে হার ও দুটি পরিত্যক্ত হয়েছে।
২০১৯ সালে শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এরপর ২০২৩ সালে এশিয়া কাপ খেলতে আবারও শ্রীলঙ্কা সফর করে টাইগাররা। লঙ্কার মাটিতে দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে তারা। শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ ৬ ম্যাচের একটিতেও জয় নেই বাংলাদেশের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।