গল টেস্ট

১০০ রান তুলে লাঞ্চ বিরতিতে শ্রীলঙ্কা

১৯ জুন ২০২৫, ০১:০০ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৮:১২ PM
দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নিসাঙ্কা ও চান্দিমাল

দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নিসাঙ্কা ও চান্দিমাল © সংগৃহীত

গল টেস্টের তৃতীয় দিনে বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশ। ৪৯৫ রানে থামে টাইগারদের ইনিংস। জবাব দিতে নেমে ভালোই শুরু করেছে স্বাগতিকরা। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ১০০ রান তুলে নিয়েছে শ্রীলঙ্কা। যদিও এক উইকেট হারিয়েছে তারা।

তৃতীয় দিনের শুরুতেই মাত্র ৩ ওভারের ভেতরে বাংলাদেশকে অল আউট করে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। শুরুটা ভালোই করেছে স্বাগতিকরা। তবে উদারা ও নিসাঙ্কার ওপেনিং জুটি ভাঙেন তাইজুল ইসলাম। লঙ্কানদের হয়ে টেস্টে অভিষেক হওয়া উদারাকে নিজের বলেই নিজে ক্যাচ নিয়ে বিদায় করেন টাইগার স্পিনার।

এরপর লাঞ্চের আগে আর কোনো উইকেট হারায়নি শ্রীলঙ্কা। তিনে নামা চান্দিমালকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েছেন নিসাঙ্কা। যেখানে নিসাঙ্কা ৪৬ এবং চান্দিমাল ২২ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ থেকে এখনও ৩৯৫ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।

এর আগে টাইগার সমর্থকদের আশা ছিল, বাংলাদেশ প্রথম ইনিংসে অন্তত ৫০০ রান করতে পারবে। তবে সেটা করতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪৯৫ রানে।  

মুশফিক, শান্ত ও লিটন বাদে কেউই বলার মতো রান করতে পারেননি। মুশফিক ইনিংস সেরা ১৬৩ রান করেছেন। তবে তার ব্যাটিং ছিল খুব ধীরগতির। ৩৫০ বলে খেলে এই রান করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এদিকে শান্ত ১৪৮ এবং লিটনের ব্যাট থেকে এসেছে ৯০ রান। এরপর মাত্র তিনজন দুই অঙ্কের রান করতে পেরেছেন।

শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট নিয়েছে আসিথা। তিনটি করে উইকেট নিয়েছেন মিলান রত্নানায়েকে ও থারিন্দু রত্নানায়েকেও।

বিএনপি অফিসের আলোকসজ্জার ছবি তোলায় জামায়াতের নির্বাচনী সভায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি আর ফ্যামিলি কার্ডের মত প্রত…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন বানচাল করলে জনগণ প্রতিহত করবে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির ১০ দিনের নির্বাচনী পদযাত্রা শুরু রবিবার
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির জেলা আহ্বায়ককে দল থেকে অব্যাহতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক-অনার্স শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি
  • ২৪ জানুয়ারি ২০২৬