স্মিথের ইতিহাস, রাবাদার ফাইফারে দুই শ পেরিয়ে থামল অস্ট্রেলিয়া
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৯:২১ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৩:৫২ PM
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। তবে মধ্যাহ্নভোজের বিরতির পর আধিপত্য দেখায় অজিরা। কিন্তু ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির পর স্টিভ স্মিথ ও বেউ ওয়েবস্টারের বিদায়ে ফের চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। শেষমেশ কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের গতির মুখে দিশেহারা হয়ে ২১২ রানেই অলআউট হয়েছে অস্ট্রেলিয়া।
বুধবার (১১ জুন) লর্ডসে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ইনিংসের সপ্তম ওভারেই সাজঘরে ফেরেন উসমান খাজা ও ক্যামেরন গ্রিন। ২০ বল মোকাবিলায় প্রথম স্লিপে ডেভিড বেডিংহামের মুঠোবন্দি হয়ে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন খাজা। এরপর দলীয় স্কোরশিটে ৪ রান যোগ হতেই রাবাদার দ্বিতীয় শিকার বনে এইডেন মারক্রামকে ক্যাচ দিয়ে ৪ রান করে ফেরেন গ্রিন।
তৃতীয় উইকেটে ইনিংস মেরামত করছিলেন মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ। কিন্তু ৫৬ বলে ১৭ রান করে লাবুশেনের বিদায়ে ৪৬ রানে ফের উইকেট হারায় অস্ট্রেলিয়া। এই ওপেনারের পর ট্রাভিস হেডকেও (১১) প্যাভিলিয়নের পথ দেখান ইয়ানসেন।
মধ্যাহ্নভোজের পর দাপট দেখায় অজিরা। স্টিভ স্মিথ ও বেউ ওয়েবস্টারের হাফ সেঞ্চুরিতে এই সেশনে অজিদের স্কোরশিটে ১২৩ রান যোগ হয়। অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি স্মিথ। মারক্রামে পরাস্ত হয়ে দলীয় ১৪৬ রানে ১১২ বলে ১০ চারে ৬৬ রানে থামেন স্মিথ।
এদিন টেস্ট ক্যারিয়ারের ৪২তম ফিফটি ছোঁয়া স্মিথ ইংল্যান্ডের মাটিতে সফরকারী ব্যাটার হিসেবে সর্বোচ্চ সংখ্যক পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেন। ইংলিশ ভূখণ্ডে ১৮ ফিফটিতে সবাইকে ছাড়িয়ে গেলেন স্মিথ। লর্ডসে বিদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ডও এখন স্মিথের দখলে। ঐতিহাসিক এই ভেন্যুতে বিদেশি ক্রিকেটারদের মধ্যে এখন সর্বোচ্চ ৫৭৮ রান স্মিথের। এছাড়া টেস্টে বিদেশি ক্রিকেটারদের মধ্যে লর্ডসে সর্বোচ্চ ফিফটির রেকর্ডেও যৌথভাবে নাম রয়েছে স্মিথের।
এরপর চেষ্টা চালিয়েছিলেন ওয়েবস্টার। তবে একের পর এক উইকেট পতনে প্রথম দিনের পুরো তিন সেশন ব্যাট করতে পারেনি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। ৯২ বল মোকাবিলায় ১১ বাউন্ডারিতে দলীয় সর্বোচ্চ ৭২ রান করে ফেরেন ওয়েবস্টার। এছাড়া ৩১ বলে ২৩ রান করেন অ্যালেক্স কেরি। আর প্রথম ইনিংসে দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি অজিদের ৪ ব্যাটার।
দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ১৫ দশমিক ৪ ওভারে ৫১ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। এছাড়া ৩ উইকেট নেন ইয়ারসেন এবং একটি করে উইকেট নেন দুই স্পিনার কেশব মহারাজ ও এইডেন মারক্রাম।