শিরোপা উৎসবে ১১ মৃত্যু, কর্ণাটক ক্রিকেটের দুই শীর্ষ কর্তার পদত্যাগ

০৭ জুন ২০২৫, ০৮:৩৬ PM , আপডেট: ১৪ জুন ২০২৫, ০৫:৪৬ PM
বেঙ্গালুরুর শিরোপা উৎসব

বেঙ্গালুরুর শিরোপা উৎসব © সংগৃহীত

চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) আইপিএল শিরোপা উদযাপনে ১১ জন ক্রিকেট সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন। বিষয়টি নিয়ে গেল কয়েকদিন ধরেই ভারতজুড়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। এর জেরে গ্রেপ্তারও হয়েছেন অনেকে।

এবার এ ঘটনায় কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) দুই শীর্ষ কর্মকর্তা সচিব এ শঙ্কর ও কোষাধ্যক্ষ ইএস জয়রাম নৈতিক দায় স্বীকার করেছেন। সেইসঙ্গে নিজেদের ব্যর্থতার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন তারা। শুক্রবার (৬ জুন) রাতে কেএসসিএ সভাপতি রঘুরাম ভাটের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। এছাড়া আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পদত্যাগপত্রে লেখা হয়েছে, ‘গত দুই দিনে যে অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার সঙ্গে আমাদের প্রত্যক্ষ ভূমিকা সীমিত হলেও, আমরা নৈতিক দায়িত্ব থেকে কেএসসিএর সেক্রেটারি ও ট্রেজারার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ 

এদিকে শুক্রবার আরসিবির বিপণন ও রাজস্ব বিভাগের প্রধান নিখিল সোসালেকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। একইসঙ্গে ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের সিনিয়র ইভেন্ট ম্যানেজার কিরণ কুমার এবং ভাইস প্রেসিডেন্ট (বিজনেস অ্যাফেয়ার্স) সুনীল ম্যাথিউকেও গ্রেপ্তার করা হয়।

শামীম-সাব্বিরের লড়াইয়েও হারল ঢাকা
  • ০১ জানুয়ারি ২০২৬
শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন কবে, যা বলছে মাউশি
  • ০১ জানুয়ারি ২০২৬
দশম শ্রেণির ছাত্র শাওন হত্যায় দুই সহপাঠী আটক
  • ০১ জানুয়ারি ২০২৬
বসুন্ধরা এলাকায় ‘মব’ সৃষ্টি করে আইনজীবীকে পিটিয়ে হত্যার অভি…
  • ০১ জানুয়ারি ২০২৬
মায়ের পথচলা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের
  • ০১ জানুয়ারি ২০২৬
পটুয়াখালী জেলা পরিষদে চাকরি, আবেদন শেষ ১১ জানুয়ারি
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!