‘গোল্ডেন ডাক’ মারার পর সাকিবের নিবির্ষ বোলিং, প্লে-অফে লাহোর

সাকিব আল হাসান
সাকিব আল হাসান   © সংগৃহীত

জিতলেই পিএসএলের প্লে-অফে, বেশ সহজ সমীকরণ। তবে এমন ম্যাচেও সাকিব আল হাসানের পারফরম্যান্স ছিল একেবারে মলিন। ব্যাটিংয়ে গোল্ডেন ডাকের পর বোলিংয়েও দুরবস্থা। টাইগারদের সাবেক এই অধিনায়কের নির্বিষ পারফরম্যান্সের ম্যাচেও পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ খেলা নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।

এই জয়ে ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ পর্ব উতরে গেল লাহোর। সমান ম্যাচে ৮ পয়েন্ট পেশোয়ারের। অবশ্য প্রথম এলিমিনেটরে খেলতে হবে লাহোরকে।

দুই বছর পর পিএসএলে সাকিবের প্রত্যাবর্তনের ম্যাচে টসে জিতে লাহোরকে ব্যাটিংয়ে পাঠায় পেশোয়ার। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলে সাকিবের দল। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩ ওভারে ৮ উইকেটে ১২৩ রানে থামে পেশোয়ারের ইনিংস।

সাত নম্বরে নেমে ১৪ বলে সর্বোচ্চ ২৬ রান করেন ড্যানিয়েল স্যামস। এছাড়া নবম ব্যাটার হিসেবে নেমে ১৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন আহমেদ দানিয়াল। তবে ২ ওভার হাত ঘুরিয়ে কোনো উইকেট পাননি সাকিব।

এর আগে, ৩৬ বলে সর্বোচ্চ ৬০ রান করেন লাহোরের ওপেনার ফখর জামান । আর ইনিংসের ১৩তম ওভারে ব্যাটিংয়ে নেমে ‘গোল্ডেন ডাক’ খেয়ে প্যাভিলিয়নে ফেরেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

দানিয়ালকে ফাইন লেগ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে রীতিমত তালগোল পাকিয়ে ফেলেন। স্লোয়ার ডেলিভারিতে বোল্ড হয়ে যান তিনি। পিএসএলে নিজের ১৫ ম্যাচের ক্যারিয়ারে এবারই প্রথম রানের খাতা খোলা হয়নি সাকিবের। সব মিলিয়ে ৪৪৫ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩১তম বার শূন্য রানে কাঁটা পড়েন প্রায় ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা সাকিব।

বল হাতে ইনিংসের পঞ্চম ওভারে প্রথম আক্রমণে এসেছিলেন সাকিব। তার সেই ওভারে ৫টি সিঙ্গেল নিতে পেরেছিলেন বাবর আজম ও মাজ সাদাকাতরা। এরপর দশম ওভারে ফের আক্রমণে এসে ১৩ রান খরচা করেছেন তিনি। এই ওভারের দ্বিতীয় ও তৃতীয় ডেলিভারিতে টানা দুটি ছক্কা হাঁকান আহমেদ দানিয়াল।


সর্বশেষ সংবাদ