দিল্লির হয়ে সব ম্যাচেই খেলার সুযোগ মোস্তাফিজের

মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান  © সংগৃহীত

পূরণ হলো দিল্লি ক্যাপিটালসের চাওয়া। ২ ম্যাচ নয়, ৩ ম্যাচের জন্যই এনওসি দেওয়া হলো মোস্তাফিজুর রহমানকে। ফলে আইপিএলের লিগ পর্বের বাকি সব ম্যাচেই মোস্তাফিজকে পাবে দিল্লি। প্লে-অফে ওঠার জন্য টাইগার পেসারকে কাজে লাগাতে পারবে ষোলোআনা। আর এ জন্য আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেই ভারতে উড়াল দেবেন কাটার মাস্টার।

১০ দলের আইপিএলের পয়েন্ট টেবিলে এ মুহূর্তে দিল্লির অবস্থান ৫ম। খেলেছে ১১ ম্যাচ, জিতেছে ৬টি। পয়েন্ট ১৩। দলটির পরের ৩ ম্যাচ গুজরাট টাইটানস, মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে। শেষ চারের সমীকরণ মেলাতে এই তিনটি ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ অক্ষর প্যাটেলের দলের জন্য।

তবে আইপিএল স্থগিত হলে একে একে বিদেশি ক্রিকেটাররা ভারত ছেড়ে চলে যান। কেউ ফেরেননি ব্যক্তিগত কারণে, কেউ চোটের শিকার। হুট করে ফ্র্যাঞ্চাইজিদের তাই ঘুম হারাম। দিল্লি চোটের কারণে হারায় জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে। অন্যদিকে আইপিএলের বাকি অংশ খেলবেন না মিচেল স্টার্ক। তাই ডাক পড়ে মোস্তাফিজুর রহমানের।

আরও পড়ুন: নতুন শিক্ষাবর্ষে রাবির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন

রেকর্ড ৬ কোটি রুপি মূল্যে মোস্তাফিজকে দলে নেয় দিল্লি। তবে তখনো মেলেনি ফিজের এনওসি। যখন এলো দিল্লীতে দলভুক্ত হওয়ার খবর, তিনি তখন আরব আমিরাত সফরে যাচ্ছেন জাতীয় দলের সাথে। তবে মোস্তাফিজ ও দিল্লির চাওয়া শেষমেশ পূরণ করেছে বিসিবি। আরব আমিরাতে এক ম্যাচ খেলেই ফিজ ধরতে পারবেন ভারতের বিমান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মোস্তাফিজকে পাবে না বাংলাদেশ দল। তবে দিল্লি লিগ পর্বের বাকি ৩ ম্যাচেই পাচ্ছে বাংলাদেশের এই তারকাকে।


সর্বশেষ সংবাদ