সংযুক্ত আরব আমিরাত দল © সংগৃহীত
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। ১৫ সদস্যের এই স্কোয়াডে মোহাম্মদ ওয়াসিমকে অধিনায়ক করা হয়েছে।
এদিকে আসন্ন এই সিরিজের জন্য কয়েকদিন আগেই স্কোয়াড ঘোষণা করে বিসিবি। লিটন দাসকে টি-টোয়েন্টি ফরম্যাটে নতুনভাবে অধিনায়কত্ব দেওয়া হয়। শেখ মেহেদীকে উইকেটকিপার এই ব্যাটারের ডেপুটি করা হয়।
আগামী ১৭ মে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আমিরাত। একদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। দুটি ম্যাচই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায় হবে।
অন্যদিকে আমিরাত সিরিজ শেষেই পাকিস্তান সফরের কথা বাংলাদেশের। যদিও বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত না। এ নিয়ে পিসিবি বা বিসিবি এখনও কিছুই বলছে না।
আরব আমিরাত টি-টোয়েন্টি স্কোয়াড: মোহাম্মদ ওয়াসিম, রাহুল চোপড়া, আয়ান খান, মোহাম্মদ জোহাইব, মোহাম্মদ জুহাইব, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মাতিউল্লাহ খান, হায়দার আলি, ইথান সোজা, ধ্রুব পরাশর, আসিফ খান, আরিয়ানশ শর্মা, আলিসান শারাফু, সাগির খান, সিমারজিত সিং।
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।