বিএনপির তারুণ্যের মহাসমাবেশে তামিম

‘নিজের ভুলে হয়তো জাতীয় দলে যেতে পারিনি’

বক্তব্য রাখছেন তামিম ইকবাল
বক্তব্য রাখছেন তামিম ইকবাল  © টিডিসি ফটো

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র সমাবেশে‌‌ উপস্থিত হন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল। তিনি বলেন, ‘জাতীয় দলে অমুকের কারণে খেলতে পারিনি, তমুকের কারণে খেলতে পারিনি, এটা স্পোর্টসম্যানের কথা হতে পারে না। স্পোর্টসম্যানের কথা হবে, হয়তো আমার ভুল ছিল, এই কারণে জাতীয় দলে যেতে পারিনি।’

শনিবার (১০ মে) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র সমাবেশে এসব কথা বলেন তিনি।  

তিনি বলেন, ‘আমরা কীভাবে চট্টগ্রামের স্পোর্টসকে আগের জায়গায় নিয়ে আসতে পারি সে আলোচনা হয় হেলাল ভাই, ইসরাফিল ভাই, হুম্মাম ভাইয়ের সাথে। আমি নিশ্চিত উনারা যখন সুযোগ পাবেন উনাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন। চট্টগ্রামের ইন্টারেস্টকে উনারা সব থেকে আগে রাখবেন। যে ধরনের স্পোর্টসই হোক না কেন ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এ স্পোর্টসকে উনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে।’

তামিম আরও বলেন, ‘আপনারা জানেন একটা অঘটন ঘটেছিল আমার সাথে, আমি রিকভার করছি। আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারো দেখা হবে।’ 

সমাবেশে চট্টগ্রামের ক্রীড়াঙ্গন নিয়ে হতাশার কথাও জানান তামিম। ক্রিকেট-ফুটবলসহ অন্যান্য খেলাতেও চট্টগ্রাম থেকে এখন আর বিশ্বমানের ক্রীড়াবিদ উঠে আসছে না বলে জানান এই ক্রিকেটার। 

তামিম উল্লেখ করেন, গত ১৫ বছরে চট্টগ্রামের ক্রীড়াঙ্গন ভয়াবহ অবহেলার শিকার হয়েছে। তার ভাষায়, একসময় জাতীয় দলের বিভিন্ন খেলায় চট্টগ্রাম থেকে ৬-৭ জন নিয়মিত থাকতেন, অথচ এখন সেখানে থেকে একজন বা দুইজন খেলোয়াড় জায়গা করে নিতে পারছেন অনেক কষ্টে। তিনি মনে করেন, এই পরিবর্তনের পেছনের কারণ অনুসন্ধান করা প্রয়োজন।

এর আগে বিকাল ৩টায় থেকে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শুরু হয়। এ অনুষ্ঠানের যৌত আয়োজক বিএনপির তিন অঙ্গ সংগঠন– যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

এ ছাড়াও এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 


সর্বশেষ সংবাদ