কিউইদের বিপক্ষে হেসেখেলে জিতল বাংলাদেশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৭ PM
বোলারদের নৈপুণ্যে সহজ জয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইদের ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ১৩৬ বল হাতে রেখে ম্যাচ জিতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।
সোমবার (৫ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক দুই পেসার শরিফুল ইসলাম ও খালেদ আহমেদের তোপে ১৩ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা। আউট হওয়া ৪ ব্যাটারের কেউই রানের খাতা খুলতে পারেনি।
ইনিংসের তৃতীয় ওভারে নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন শরিফুল। ৮ বল খেলে ১ রানও করতে পারেননি ওপেনার ডেল ফিলিপস।
পরের ওভারের জোড়া উইকেট তুলে নেন খালেদ। ম্যাথু বয়লি এবং মুহাম্মদ আব্বাসকে খালি হাতে সাজঘরে ফেরান তিনি।
সপ্তম ওভারে চতুর্থ উইকেট শিকার করেন শরিফুল। অধিনায়ক নিক কেলিকেও রানের খাতা খুলতে দেননি শরিফুল।
সতীর্থদের যাওয়া-আসার মাঝে একপ্রান্ত আগলে রাখা ওপেনার রাইস মারিউ ৪২ রানে আউট হন। তাকে শিকার করেন বাঁ-হাতি স্পিনার তানভির ইসলাম। ৭ চারে ৪২ রান করেন মারিউ।
আরও পড়ুন: বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল শ্রীলঙ্কা
এরপর তানভির দুটি, পেসার এবাদত হোসেন ও খালেদ একটি উইকেট শিকার করলে দলীয় ৮৫ রানে নবম উইকেট হারায় নিউজিল্যান্ড। ১'শর নিচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়া নিউজিল্যান্ডকে ১৪৭ রানের সম্মানজনক স্কোর এনে দেন আট নম্বরে নামা ডিন ফক্সক্রফট। শেষ উইকেটে বেন লিস্টারকে নিয়ে ৬২ রান যোগ করেন তিনি।
৬ চার ও ৪ ছক্কায় ৬৪ বলে ৭২ রান করা ফক্সক্রফটকে শিকার করে ৩৪ দশমিক ৩ ওভারেই নিউজিল্যান্ড ইনিংসের ইতি টানেন এবাদত।
খালেদ ২৭ রানে ও তানভির ৪৫ রানে ৩টি করে এবং শরিফুল-এবাদত ২টি করে উইকেট নেন।
১৪৮ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১২ বলে ৬ চারে ২৪ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন ওপেনার পারভেজ হোসেন ইমন। ২ ওভার পর সাজঘরে ফেরেন আরেক ওপেনার মোহাম্মদ নাইম। ৩ চারে ১৮ রান করেন তিনি।
৫৩ রানে দুই ওপেনার ফেরার পর বাংলাদেশের জয়ের পথ সহজ করেন এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলাম অঙ্কন। ৫৫ রান যোগ করেন তারা। ৫ চারে ৪৫ বলে ৩৮ রান করে ফেরেন বিজয়।
দলীয় ১০৮ রানে বিজয়ের বিদায়ে চতুর্থ উইকেটে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশকে জয়ের বন্দরে নেন অঙ্কন ও অধিনায়ক নুরুল। অঙ্কন ৪২ ও নুরুল ২০ রানে অপরাজিত থাকেন।
একই ভেন্যুতে আগামী ৭ মে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দু’দল।