মোহামেডানকে উড়িয়ে আবারও চ্যাম্পিয়ন আবাহনী

২৯ এপ্রিল ২০২৫, ০৭:০৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:২৭ PM
২৪তম বারের মতো চ্যাম্পিয়ন আবাহনী

২৪তম বারের মতো চ্যাম্পিয়ন আবাহনী © সংগৃহীত

অধিনায়ক মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ মিঠুনের ব্যাটিং নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) হ্যাটট্রিক শিরোপা জিতল আবাহনী লিমিটেড। মঙ্গলবার (২৯ এপ্রিল) হোম অব ক্রিকেটে অলিখিত ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে আবাহনী। এ নিয়ে ২৪তমবারের মত ডিপিএলের শিরোপা জিতল আকাশি-নীল জার্সিধারীরা।

১৬ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের থেকে শিরোপা জিতল আবাহনী। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রানার্স-আপ মোহামেডান। গত আসরেও দ্বিতীয় হয়েছিল মোহামেডান। ২০০৯-২০১০ মৌসুমের পর থেকে ডিপিএল শিরোপা জিততে পারেনি দলটি।

সুপার সিক্সের শেষ রাউন্ডের ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন, এই সমীকরণ নিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমেছিল আবাহনী ও মোহামেডান। টস জিতে মোহামেডানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী।

ব্যাট হাতে মোহামেডানকে ৪৯ বলে ৪৮ রানের সূচনা এনে দেন দুই ওপেনার রনি তালুকদার ও তৌফিক খান। ১৬ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন তৌফিক। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৫ রানে আউট হন রনি। ৪৭ বল খেলে ৯ চারে নিজের এই ইনিংস সাজান রনি।

তিন নম্বরে নেমে আনিসুল ইসলাম ইমন ১৪ ও ফরহাদ হোসেন ৪২ রানে আউট হলে ১২৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে মোহামেডান। তবে পঞ্চম উইকেটে ৯০ রানের জুটি গড়ে মোহামেডানকে ভালো অবস্থায় নিয়ে যান অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলাম।

৪ চার ও ১ ছক্কায় ৬২ বলে ৫০ রানে আউট হন রিয়াদ। শেষদিকে হাফ-সেঞ্চুরি করেও আউট হন আরিফুল। ৩ চার ও ২ ছক্কায় আরিফুলের ৫৭ বলে ৫০ রানের কল্যাণে ৫০ ওভারে ৭ উইকেটে ২৪০ রানের পুঁজি পায় মোহামেডান। মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট নেন।

২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উপরের সারির তিন ব্যাটার ব্যর্থ হলে আবাহনীর রানের চাকা ঘুরিয়েছেন জিশান আলম। তার মারমুখী হাফ-সেঞ্চুরিতে দলীয় রান ১শ স্পর্শ করলেও ৪ উইকেট হারাতে হয় আবাহনীকে। ৬ চার ও ১ ছক্কায় ৫৩ বলে ৫৫ রান করেন জিশান।

১০৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল আবাহনী। তবে পঞ্চম উইকেটে মোহামেডান বোলারদের ওপর দাপট দেখিয়েছেন মিঠুন ও মোসাদ্দেক। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে গিয়ে মোহামেডান বোলারদের ওপর চড়াও হন মোসাদ্দেক। তাকে সঙ্গ দিয়েছেন মিঠুন। দু’জনের দারুণ ছন্দময় ব্যাটিংয়ে ধীরে ধীরে আবাহনীর জয়ের পথ তৈরি হয়।

শেষ পর্যন্ত পঞ্চম উইকেটে ১২২ বলে ১৩৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৫৬ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় আবাহনী। ৬ চার ও ২ ছক্কায় মিঠুন ৭৯ বলে অপরাজিত ৬৬ এবং ৬ চার ও ৫ ছক্কায় ৬৫ বলে অনবদ্য ৭৮ রান করেন মোসাদ্দেক। মোহামেডানের স্পিনার নাসুম আহমেদ ২ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
মোহামেডান: ২৪০/৭, ৫০ ওভার (মাহমুদউল্লাহ ৫০, আরিফুল ৫০, মোসাদ্দেক ২/৩৯, মুত্যুঞ্জয় ২/৪৬)।
আবাহনী: ২৪৩/৪, ৪০ দশমিক ৪ ওভার (মোসাদ্দেক ৭৮*, মিঠুন ৬৬*, নাসুম ২/৫৯)।
ফল: আবাহনী ৬ উইকেটে জয়ী।

জনগণের একটি টাকার ওপরেও আমরা হাত বসাবো না: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাউফলে ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, ইন স্কটল্যান্ড
  • ২৪ জানুয়ারি ২০২৬
নিমিষেই গলবে পেটের চর্বি, জেনে নিন বিশেষ পানীয় তৈরির উপায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়লা-পানি, ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৪ জানুয়ারি ২০২৬