৮৬৪ দিন পর অবশেষে এমন সেঞ্চুরি পেল বাংলাদেশ

২৯ এপ্রিল ২০২৫, ০২:৩৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩২ PM
সাদমান ইসলাম

সাদমান ইসলাম © সংগৃহীত

অবশেষ অবসান হলো ৮৬৪ দিনের অপেক্ষার। ২০২২ সালের ১৭ ডিসেম্বরের পর এবারই প্রথম টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন কোনো বাংলাদেশি ওপেনার। আর সাদমান ইসলামের এমন শতক বাংলাদেশ ক্রিকেটে বহু আরাধ্য সেঞ্চুরির একটি বললেও ভুল হবে না।

২০২২ সালে সবমিলিয়ে তিনটি সেঞ্চুরি করেছিলেন লাল-সবুজের ওপেনাররা। এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাহমুদুল হাসান জয়, মে'তে শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ইকবাল এবং ডিসেম্বরে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন জাকির হাসান। এরপর গত দুই বছরে তিন অঙ্কের দেখা পাননি বাংলাদেশের কোনো ওপেনার।

অবশেষে সাদমানের ব্যাটে চড়ে সেই খরা কাটলো। চট্টগ্রাম টেস্টে এনামুল হক বিজয়ের সঙ্গে ১১৮ রানের জুটি গড়েন এই ওপেনার। যা ওপেনিং পার্টনারশিপ বিবেচনায় বাংলাদেশের ১৫তম শতরানের জুটি। 

মধ্যাহ্নভোজের আগেই ফিফটি পেয়েছিলেন সাদমান। সাবলীল ব্যাটিংয়ে নিয়মিত বাউন্ডারির দেখাও পাচ্ছিলেন। শেষ পর্যন্ত ১৪২ বলে সেঞ্চুরির দেখাও পেয়েছেন। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরিটাও জিম্বাবুয়ের বিপক্ষেই পেয়েছিলেন। ২০২১ সালের জুলাইয়ে হারারেতে। 

এই সেঞ্চুরির পথেই টেস্ট ক্যারিয়ারে ১ হাজার পূরণ করেছেন সাদমান। তবে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার পর বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি এই ওপেনার। ব্যক্তিগত ১২০ রানে বেনেটের বলে লেগ বিফোর উইকেট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাদমান।

ভোট সুষ্ঠু হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না
  • ২৪ জানুয়ারি ২০২৬
কেউ খোঁচা দিলে খোঁচা ফিরিয়ে দেওয়া ওয়াজিব: জামায়াত আমির 
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে, আবে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসে এগিয়ে ‘এ-২’ শিফট
  • ২৪ জানুয়ারি ২০২৬
সিগারেট-নেশাকে ছেলেমেয়েরা প্রায়ই ফ্যাশনেবল মনে করে, বাস্তব…
  • ২৪ জানুয়ারি ২০২৬
‘ফ্যমিলি কার্ড দেওয়ার নামে কিছু জায়গায় টাকা চাইছে প্রতারক চ…
  • ২৪ জানুয়ারি ২০২৬