৮৬৪ দিন পর অবশেষে এমন সেঞ্চুরি পেল বাংলাদেশ

২৯ এপ্রিল ২০২৫, ০২:৩৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩২ PM
সাদমান ইসলাম

সাদমান ইসলাম © সংগৃহীত

অবশেষ অবসান হলো ৮৬৪ দিনের অপেক্ষার। ২০২২ সালের ১৭ ডিসেম্বরের পর এবারই প্রথম টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন কোনো বাংলাদেশি ওপেনার। আর সাদমান ইসলামের এমন শতক বাংলাদেশ ক্রিকেটে বহু আরাধ্য সেঞ্চুরির একটি বললেও ভুল হবে না।

২০২২ সালে সবমিলিয়ে তিনটি সেঞ্চুরি করেছিলেন লাল-সবুজের ওপেনাররা। এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাহমুদুল হাসান জয়, মে'তে শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ইকবাল এবং ডিসেম্বরে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন জাকির হাসান। এরপর গত দুই বছরে তিন অঙ্কের দেখা পাননি বাংলাদেশের কোনো ওপেনার।

অবশেষে সাদমানের ব্যাটে চড়ে সেই খরা কাটলো। চট্টগ্রাম টেস্টে এনামুল হক বিজয়ের সঙ্গে ১১৮ রানের জুটি গড়েন এই ওপেনার। যা ওপেনিং পার্টনারশিপ বিবেচনায় বাংলাদেশের ১৫তম শতরানের জুটি। 

মধ্যাহ্নভোজের আগেই ফিফটি পেয়েছিলেন সাদমান। সাবলীল ব্যাটিংয়ে নিয়মিত বাউন্ডারির দেখাও পাচ্ছিলেন। শেষ পর্যন্ত ১৪২ বলে সেঞ্চুরির দেখাও পেয়েছেন। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরিটাও জিম্বাবুয়ের বিপক্ষেই পেয়েছিলেন। ২০২১ সালের জুলাইয়ে হারারেতে। 

এই সেঞ্চুরির পথেই টেস্ট ক্যারিয়ারে ১ হাজার পূরণ করেছেন সাদমান। তবে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার পর বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি এই ওপেনার। ব্যক্তিগত ১২০ রানে বেনেটের বলে লেগ বিফোর উইকেট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাদমান।

জনগণের একটি টাকার ওপরেও আমরা হাত বসাবো না: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাউফলে ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, ইন স্কটল্যান্ড
  • ২৪ জানুয়ারি ২০২৬
নিমিষেই গলবে পেটের চর্বি, জেনে নিন বিশেষ পানীয় তৈরির উপায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়লা-পানি, ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৪ জানুয়ারি ২০২৬