তাইজুল বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার: তামিম

তামিম-তাইজুল
তামিম-তাইজুল   © সংগৃহীত

তাইজুল ইসলামের ২০০ টেস্ট উইকেটের মাইলফলকে পৌঁছানোর দিনে তাকে নিয়ে তামিম ইকবাল বলেছিলেন, তাইজুল যথেষ্ট গুরুত্ব ও প্রাপ্য সম্মান পায় না। 

এবার ক্যারিয়ারের ১৬তম ফাইফার ছোঁয়ার দিনে তাইজুলকে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার হিসেবে অভিহিত করলেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ক্যারিয়ারের ১৬তম ফাইফারের দেখা পান তাইজুল। প্রথম দিনের খেলা শেষে তাইজুলকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন তামিম।

সেখানে জাতীয় দলের সাবেক অধিনায়ক লিখেছেন, এ মুহূর্তে সে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার। এখনকার অন্য বোলারের পরিসংখ্যান দেখুন, তাহলে আমার কথা বুঝতে পারবেন। আরও একবার পাঁচ উইকেট, দারুণ করেছো তাইজুল।

গত বছরের অক্টোবরে তাইজুলের ২০০তম টেস্ট উইকেটের কীর্তিতে অভিনন্দন জানিয়ে তামিম লিখেছিলেন, 'অভিনন্দন তাইজুল ইসলাম। ২০০ টেস্ট উইকেট মানে বাংলাদেশের বাস্তবতায় দারুণ এক অর্জন। ৪৮ টেস্ট খেলে ২০০ উইকেট নেওয়া মানে আরও বড় অর্জন। দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশের ক্রিকেটে যথেষ্ট গুরুত্ব ও প্রাপ্য সম্মান সে সবসময় পায় না। ধারাবাহিকভাবে পারফর্ম করেও নায়কের মর্যাদা সেভাবে অনেক সময় পায় না। তবু নিজের কাজটুকু করে গেছে, দিনের পর দিন, বছরের পর বছর।'

তামিম আরও লিখেছিলেন, 'আমাদের দুর্ভাগ্য, বিশ্ব ক্রিকেটেও যথেষ্ট আলোচনা তাকে নিয়ে হয় না। অথচ অনেক গ্রেট বোলারের চেয়েও কম টেস্ট খেলে ২০০ উইকেট হয়ে গেল তার। বড় কোনো দলের ক্রিকেটার হলে হয়তো তাকে নিয়ে আলোচনা আরও বেশি হতো। তার পরিসংখ্যান বলে, গত ১০ বছরে বিশ্ব ক্রিকেটের সেরা স্পিনারদের একজন সে। তার পারফরম্যান্স, একাগ্রতা ও নিবেদন বলে, বাংলাদেশ ক্রিকেটের জন্য সে অমূল্য এক সম্পদ। আবারও অভিনন্দন তাইজুল। পথের এখনো অনেক বাকি।’ 

এবারের ফাইফার তাইজুলকে নতুন করে আরও আলোচনায় এনেছে। বিশেষ করে তামিমের সেই পোস্টের পর। ততক্ষণে এই বাঁ-হাতি স্পিনারের উইকেট সংখ্যা ২২৪ হয়ে গেছে এবং গণনা চলছেই...


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence