প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট

২৮ এপ্রিল ২০২৫, ১২:৩১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৮ PM
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ © সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনে জোড়া উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের রানের গতিও খারাপ না। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে রোডেশিয়ানদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৮৯ রান। ওয়েলচ ৩২ ও শন উইলিয়ামস ৬ রান নিয়ে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তানজিম সাকিব ও তাইজুল ইসলাম একটি করে উইকেট শিকার করেছেন।

সোমবার (২৮ এপ্রিল) টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ১০ ওভার নির্বিঘ্নে কাটায় সফরকারীরা। এরপর দলীয় ৪১ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। অভিষিক্ত সাকিবের শিকার বনে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার ব্রায়ান বেনেট। 

সাকিবের কোয়ার্টার লেংথের ডেলিভারিতে স্কয়ার ড্রাইভ করতে চেয়েছিলেন বেনেট। তবে পায়ের কোনো মুভমেন্ট ছিল না তার। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ২১ রানে ফেরেন বেনেট।

এরপর নিক ওয়েলচকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন বেন কারান। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই চেষ্টা। বোলিংয়ে এসেই তাকে ফেরান তাইজুল ইসলাম। তার ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে ৫০ বল খেলে ২১ রান করে ফেরেন কারান। আগে একবার মিরাজের বলে জীবন পেয়েছিলেন এই ওপেনার।

তৃতীয় উইকেট জুটিতে ওয়েলচকে নিয়ে দেখেশুনে প্রথম সেশন পার করেন শন উইলিয়ামস। ওয়েলচ ৫৩ বলে ৩২ ও উইলিয়ামস ৩৩ বলে ৬ রান করে অপরাজিত আছেন। ইতিবাচক ক্রিকেট খেলে প্রথম সেশনে ২৮ ওভারে ৮৯ রান তুলেছে সফরকারীরা। জিম্বাবুয়ের ব্যাটাররা ১০টি চারের সঙ্গে তিনটি ছক্কাও হাঁকিয়েছেন।

ট্যাগ: বিসিবি
জনগণের একটি টাকার ওপরেও আমরা হাত বসাবো না: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাউফলে ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, ইন স্কটল্যান্ড
  • ২৪ জানুয়ারি ২০২৬
নিমিষেই গলবে পেটের চর্বি, জেনে নিন বিশেষ পানীয় তৈরির উপায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়লা-পানি, ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৪ জানুয়ারি ২০২৬