বিশ্বকাপে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের 

বাংলাদেশ দল
বাংলাদেশ দল  © সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। বৈশ্বিক এই টুর্নামেন্টে নিগার সুলতানা জ্যোতির অভিষেক সেঞ্চুরিতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই রেকর্ড সংগ্রহ পেয়েছিল টাইগ্রেসরা। এবার দলীয় অধিনায়কের জ্বলমলে ব্যাটিং এবং ফারজানা হক ও শারমিন আক্তারের ফিফটিতে সেই রেকর্ড-ও ভেঙে ফেলেছে লাল-সবুজেরা। স্কটল্যান্ড নারী দলকে ২৭৭ রানের বড় টার্গেট ছুঁড়ে দেয় বাংলার মেয়েরা। ওয়ানডেতে টাইগ্রেসদের এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।

মঙ্গলবার (১৫ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে  টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রানের রেকর্ড সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। দলের হয়ে ১১ চারে ৫৯ বলে সবোর্চ্চ ৮৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। ২৯ বলে মাত্র ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার ইশমা তানজিম।

এরপর শারমিন আক্তারকে নিয়ে জুটি বাঁধেন আরেক ওপেনার ফারজানা হক। দায়িত্বশীল ব্যাটিংয়ে দুজনেই ফিফটি ছুঁয়েছেন। আবার কাছাকাছি সময়েই সাজঘরে ফেরেন এই দুই টপ-অর্ডার ব্যাটার। ৭৯ বলে ৫৭ রান করে শারমিন এবং ৮৪ বলে ৫৭ রান করে ফেরেন ফারজানা। 

ফর্মে থাকা দুই ব্যাটারকে হারিয়ে খানিকটা ধাক্কা খেলেও স্কোরশিট সচল রাখেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। একপ্রান্ত আগলে রেখে আগ্রাসী ব্যাটিংয়ে পথ দেখিয়েছেন টাইগ্রেস দলপতি। এতে স্কোরবোর্ডেও দ্রুত রান উঠেছে। সেঞ্চুরি ছুঁতে না পারলেও শেষপর্যন্ত ৫৯ বলে ৮৩ রান করে অপরাজিত ছিলেন জ্যোতি।

বাকিদের মধ্যে রিতু মনি ১৩ বলে ১২ এবং ইনিংসের শেষ ওভারে সাজঘরের ফেরার আগে ২২ বলে ২৬ রানের ইনিংস খেলেন ফাহিমা খাতুন। এতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৭৬ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ নারী দল।

স্কটল্যান্ডের হয়ে ২ উইকেট নেন কাথরিন ব্রেইস।


সর্বশেষ সংবাদ