সভাপতি অধ্যাপক জহুরুল করিম, সেক্রেটারী অধ্যাপক ইয়ারুল কবির © ফাইল ছবি
বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অধ্যাপক ড. জহুরুল করিম ও সেক্রেটারী হিসেবে অধ্যাপক ড. ইয়ারুল কবির নির্বাচিত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) পেশাজীবী এ প্রতিষ্ঠানের বাৎসরিক সাধারণ সভা (জুলাই ২০২৪-জুন ২০২৫) রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে একাডেমীর সভাপতি ইমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্ব করেন।
বাৎসরিক এ সাধারণ সভা আগামী তিন বছরের জন্য (জুলাই ২০২৫-জুন ২০২৮) বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর কাউন্সিল মেম্বার হিসাবে নির্বাচিত হন যথাক্রমে সভাপতি অধ্যাপক ড. জহুরুল করিম, সহ-সভাপতি অধ্যাপক ড. জেড এন তাহমিদা বেগম এবং অধ্যাপক ড. মো. আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, সেক্রেটারী অধ্যাপক ড. ইয়ারুল কবির, এসোসিয়েট সেক্রেটারী অধ্যাপক ড. মোঃ তোফাজ্জল ইসলাম, ইমিডিয়েট পাস্ট সেক্রেটারী (সদস্য), অধ্যাপক ড. হাসিনা খান, সদস্য অধ্যাপক ড. লিয়াকত আলী, মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ এস এম মতিউর রহমান, অধ্যাপক ড. এম জহিরউদ্দিন, অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসান, অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমী দেশের স্বনামধন্য ও প্রথিতযশা বিজ্ঞানীদের সমাহারে গঠিত শীর্ষস্থানীয় পেশাজীবী প্রতিষ্ঠান। গত বছরে (২০২৪-২০২৫) সম্পাদিত একাডেমীর সব কার্যাবলী বাৎসরিক এ সাধারণ সভায় প্রতিষ্ঠানের সেক্রেটারী অধ্যাপক ড. হাসিনা খান উপস্থাপন করেন। একাডেমীর কোষাধ্যক্ষ, অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ ২০২৪-২৫ অর্থ বছরের হিসাবপত্র এবং ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট পেশ করেন। আলোচনা শেষে সবার সম্মতিক্রমে বাজেট অনুমোদিত হয়।