যুক্তরাষ্ট্র থেকে ফেরত ৩৯ বাংলাদেশি দেশে পৌঁছেছেন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১০:০৬ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪৩ PM
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ফেরত পাঠানো ৩৯ জন বাংলাদেশিকে। আজ শনিবার (২ আগস্ট) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। ইমিগ্রেশন পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এক বার্তায় জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সামরিক বিমানে করে ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে শেষ পর্যন্ত দেশে ফিরেছেন ৩৯ জন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর নীতিতে কার্যক্রম চালিয়ে আসছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে নিয়মিতভাবে বাংলাদেশি নাগরিকদেরও ফিরিয়ে দেওয়া হচ্ছে।
প্রতি মাসেই এ ধরনের ফেরত আসার ঘটনা ঘটছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফিরে আসা এসব বাংলাদেশির সঙ্গে মানবিক আচরণ করা হচ্ছে এবং দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনি সহায়তা ও প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।