মাইলস্টোন ট্রাজেডি
২১ জুলাইকে ‘বিশেষ শোক দিবস’ হিসেবে ঘোষণার আহবান শিক্ষক সমিতি ফেডারেশন’র
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০২:১৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৬:৩৮ PM
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় বহু উদীয়মান, মেধাবী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
মঙ্গলবার (২২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘এ দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। নির্মল, নিষ্পাপ শিশুদের এমন অকালে ঝরে যাওয়া একটি জাতির জন্য অপূরণীয় ক্ষতি। এ ক্ষতি কোনো মূল্যেই পূরণীয় নয়।’
বিজ্ঞপ্তিতে ফেডারেশন নিহত শিক্ষার্থীদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানায় এবং তাদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানায়। একইসঙ্গে ২১ জুলাইকে ‘বিশেষ শোক দিবস’ হিসেবে ঘোষণা করার আহ্বান জানানো হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন আরও উল্লেখ করে, জনবহুল এলাকায় এমন ঝুঁকিপূর্ণ বিমান প্রশিক্ষণ ভবিষ্যতে বন্ধ করা উচিত। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ারও আহ্বান জানানো হয়েছে।