বাংলাদেশ কম্পিউটার সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

২৩ জুন ২০২৫, ০৮:৫৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৪:০৩ PM
বাংলাদেশ কম্পিউটার সমিতির লোগো

বাংলাদেশ কম্পিউটার সমিতির লোগো © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি আজ সোমবার (২৩ জুন) গঠন করা হয়েছে। নতুন কার্যনির্বাহী কমিটিতে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম সভাপতি এবং কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম মহাসচিব নির্বাচিত হয়েছেন। 

এছাড়াও সহ-সভাপতি পদে মো. ওয়াহিদুল হাসান দিপু (স্বত্বাধিকারী, ল্যান্ডমার্ক কম্পিউটার্স), যুগ্ম-মহাসচিব পদে মো. আহসানুল ইসলাম (স্বত্বাধিকারী, পিসি গার্ডেন) ও কোষাধ্যক্ষ পদে আবুল হাসান (স্বত্বাধিকারী, এইচ এম কম্পিউটারর্স) দায়িত্ব পেয়েছেন। পরিচালক পদে দায়িত্ব পালন করবেন মো. নজরুল ইসলাম হাজারী (স্বত্বাধিকারী, ওয়েলকিন কম্পিউটার্স) ও মো. ইকবাল হোসাইন (স্বত্বাধিকারী, জ্যাজি)।

প্রসঙ্গত, গত ২১ জুন ২০২৫  শনিবার বর্ণিত ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন। নির্বাচনী তফসিল অনুসারে,  ২২ জুন ২০২৫ পদবন্টনের নির্বাচনের জন্য পরিচালকগণ মনোনয়নপত্র দাখিল করেন। কোন পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন বোর্ড ২৩ জুন ২০২৫ বিসিএস কার্যনির্বাহী কমিটিতে পদবন্টনের ফলাফল ঘোষণা করেন। 

বিসিএস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শরীফ রায়হান কবির এবং নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সন্দ্বীপ কুমার সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম দায়িত্ব পালন করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাহিদ আফরোজ বিসিএস এর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিগগিরই তিনি নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন।

নিলামের আগেই পিএসএলে খেলা নিশ্চিত মোস্তাফিজের
  • ০৬ জানুয়ারি ২০২৬
হঠাৎ ঘরে আগুন, বাঁচানো গেল না ৪ মাসের নবজাতককে
  • ০৬ জানুয়ারি ২০২৬
৬০০ শীতার্ত মানুষের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
  • ০৬ জানুয়ারি ২০২৬
আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে শীতের দাপট, জানাল অধিদপ্তর
  • ০৬ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগের ঘোষণা
  • ০৬ জানুয়ারি ২০২৬
শীতার্তদের মাঝে বিজিবি শীতবস্ত্র বিতরণ
  • ০৬ জানুয়ারি ২০২৬