আয়রনম্যান খেতাব জিতলেন ডা. সাকলায়েন রাসেল

০২ জুন ২০২৫, ০৩:৫৩ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ০৭:২৩ AM
ডা. সাকলায়েন রাসেল

ডা. সাকলায়েন রাসেল © সংগৃহীত

বিশ্বের অন্যতম কঠিন ধৈর্য পরীক্ষার প্রতিযোগিতা ‘আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ’ সফলভাবে শেষ করেছেন বাংলাদেশি চিকিৎসক ডা. সাকলায়েন রাসেল। এর মধ্য দিয়ে তিনি অর্জন করেছেন ‘আয়রনম্যান’ খেতাব। গতকাল রবিবার (১ জুন) জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত হয় এবারের আয়রনম্যান আসর।

প্রতিযোগিতায় একটানা ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২.২ কিলোমিটার ম্যারাথন দৌড় নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হয়। ডা. রাসেল এই বিশাল দূরত্ব প্রায় ১৫ ঘণ্টায় শেষ করেন। প্রতিযোগিতা শুরু হয় সকাল ৭টায় এবং শেষ হয় রাত ১১টায়।

এই কৃতিত্ব প্রসঙ্গে ডা. সাকলায়েন রাসেল বলেন, ‘জার্মানির মাটিতে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারা আমার জীবনের একটি গর্বের মুহূর্ত। এটি একটি স্বপ্নপূরণের মতো অর্জন।’

তবে তিনি আক্ষেপ করে বলেন, ‘এত বড় এবং ব্যয়বহুল প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে দেশের প্রতিনিধিত্ব করলেও সরকারি কোনো সহায়তা বা পৃষ্ঠপোষকতা পাওয়া যায় না। এই বিষয়ে সরকারের দৃষ্টি দেওয়া জরুরি।’

উল্লেখযোগ্যভাবে, এর আগেও তিনি মালয়েশিয়ায় আয়োজিত ‘আয়রনম্যান ৭০.৩’ প্রতিযোগিতা দুবার সফলভাবে সম্পন্ন করেছেন। এছাড়া, বাংলাদেশের প্রথম চিকিৎসক হিসেবে টেকনাফ থেকে সাঁতরে সেন্টমার্টিন পর্যন্ত পাড়ি দিয়েছেন তিনি। ১৬.১ কিলোমিটার দৈর্ঘ্যের এই জলপথ ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত।

পেশাগত জীবনে ডা. সাকলায়েন রাসেল একজন ভাসকুলার সার্জন। তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ভাসকুলার সোসাইটির সাধারণ সম্পাদক।

চিকিৎসা পেশার পাশাপাশি গণমাধ্যমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে তিনি মাই টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করছেন। এছাড়া টেলিভিশন ও রেডিওর সংবাদ পাঠকদের সংগঠন ‘নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ)’-এর প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তথ্য দেওয়ার পরেও মনোনয়ন বাতিলের অভিযোগ জামায়াত নেতা আযাদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যায় জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে: নৌ উপ…
  • ০২ জানুয়ারি ২০২৬
পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ
  • ০২ জানুয়ারি ২০২৬
‘এখন উনারা ভোট করবো কারে লই?’
  • ০২ জানুয়ারি ২০২৬
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!