তেজগাঁও কলেজছাত্র হত্যা
ছাত্রদলের জড়িতদের বহিষ্কার-শাস্তিসহ ৮ দফা দাবি জানিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ PM
রাজধানীর ফার্মগেটের সড়ক ছেড়ে দিয়েছেন তেজগাঁও কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। অবরোধের আড়াই ঘণ্টা পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সড়ক থেকে কলেজে ফিরে যান শিক্ষার্থীরা। ফার্মগেট থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যান তারা।
এর আগে কলেজের ছাত্র সাকিবুল হাসান রানা হত্যাকাণ্ডে জড়িত ছাত্রদলের নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে বহিষ্কার করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ ৮ দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা জানান, সাকিব হত্যার সঠিক তদন্ত ও ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
জানা যায়, ওই কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর জেরে ফার্মগেট মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। সকালে এই বিক্ষোভ শুরু হয়। এতে ফার্মগেটসহ আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। সড়কে তীব্র যানজট তৈরি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
৮ দফা দাবির মধ্যে যা যা রয়েছে—রাজনীতিমুক্ত ক্যাম্পাস: কলেজ প্রাঙ্গণে সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে সম্পূর্ণ রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা; সুষ্ঠু তদন্ত ও মামলা: সাকিব হত্যার ন্যায়বিচারের জন্য দায়েরকৃত মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা; ছাত্রদল–সংযুক্ত সন্ত্রাসীদের ক্যাম্পাস ও ছাত্রাবাস থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা; হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত কর; শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে বর্তমান হল সুপারকে অপসারণ করে দল নিরপেক্ষ নতুন হল সুপার নিয়োগের দাবি; প্রিন্সিপালকে বাদী করে ঘটনার সঙ্গে জড়িতদের নাম উল্লেখ করে মামলা দায়ের করতে হবে; নিহিত সাকিবের পরিবারকে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং ছাত্রাবাসে অবস্থানকারী সকল অবৈধ শিক্ষার্থীকে অবিলম্বে বের করে দেওয়া।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।