শান্তিচুক্তির মাস পূর্তির দিনেই বাস ভাংচুর, ফের সংঘর্ষে আইডিয়াল-ঢাকা কলেজ শিক্ষার্থীরা

ফের সংঘর্ষে আইডিয়াল-ঢাকা কলেজ শিক্ষার্থীরা
ফের সংঘর্ষে আইডিয়াল-ঢাকা কলেজ শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

শান্তিচুক্তির ৩০তম দিনে ঢাকা কলেজের দুইটি বাস ভাঙচুর করে ধানমন্ডি আইডিয়ালের কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। এ ঘটনার পর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাজধানীর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও উত্তেজনা ও সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে সাইন্সল্যাব মোড়ে বাস ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের গেটে ইটপাটকেল মারতে থাকেন। এরপর পুলিশ এসে টিয়ার গ্যাস মেরে তাদের সরিয়ে দেয়। অন্যদিকে আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা জড়ো হয়ে কলেজের সামনে থাকা সড়কে অবস্থান নেয়। সবশেষ দুপুর ১২ টার পর্যন্ত দেখা যায় এক পাশে আইডিয়াল কলেজেরে শিক্ষার্থীরা অন্যদিকে পুলিশ সদস্যরা সড়কে অবস্থান করছে।

সংশ্লিষ্টরা জানান, গত ০৭ ডিসেম্বর শাহবাগে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে ঢাকা কলেজ উচ্চমাধ্যমিকের অর্ধশতাধিক শিক্ষার্থী সম্মিলিতভাবে মারধরের মাধ্যমে গুরুতর জখম করে। পরবর্তীতে আইডিয়াল কলেজের ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক অবনতি হলে হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে। এর প্রেক্ষিতে আজ সায়েন্সল্যাবে ঢাকা কলেজের ‘বিজয়–৭১’ ও ‘শঙ্খনীল’ নামে দুটি বাস ভাঙচুর চালিয়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী মেহরাব বলেন, কোন কারণ ছাড়াই আমাদের দুটি বাসের ওপর হামলা করে। এতে কয়েকজন শিক্ষার্থী হালকা আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে কিছু একটা হয়েছে ওদের সাথে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের উত্তেজনা বা বাগ্‌বিতণ্ডা ছাড়াই আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা হঠাৎ করেই বাস রানিং অবস্থায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের লক্ষ্য করে আক্রমণ করে। হামলার শুরুতেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বাস ভাঙচুরের পর আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা দ্রুত চলে যায়। 

হামলায় কতজন শিক্ষার্থী আহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, কয়েকজন ঢাকা কলেজ শিক্ষার্থী আঘাত পেয়েছেন। তাদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের পরিচয় জানা যায়নি।

আহত হওয়া বাসচালক ইমন বলেন, ‘সায়েন্সল্যাব এলাকার ইউসুফ আলীর গলির সেখান থেকে আইডিয়ালের শিক্ষার্থীরা যে যেভাবে পারছে লাঠি সোঁটা এবং ইট দিয়ে আক্রমণ চালাচ্ছে। গাড়ি সে সময় রানিং অবস্থায় ছিল। তারা বৃষ্টির মতো ইট পাটকেল ছুঁড়ে দিচ্ছে। পরে গাড়ির গ্লাস ভেঙে আমার মাথার উপরে এসে পড়েছে। মাথায় অনেক আঘাত পেয়েছি। বর্তমানে আমি চিকিৎসা র জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রয়েছি। এ হামলায় ঢাকা কলেজের অনেক শিক্ষার্থী আহত হয়েছে।’

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আমাদের যে দুটি বাস ভেঙেছে, বর্তমানে বাসগুলো থানায় রয়েছে। ড্রাইভার ও কলেজের পক্ষ থেকে দুইটি বা একটি মামলা হবে। কলেজ প্রশাসন হিসেবে আইনি ব্যবস্থা সেটি আমরা নেব। ছাত্রদের মধ্যে যারা আহত হয়েছে লাগলে তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা নেব। এই মাসে আর বাস ছাত্রদের আনতে যাবে না। শিক্ষার্থীরা আহত হোক আমরা এটা আমরা চাই না।’

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ঢাকা কলেজের শিক্ষার্থীদের বাসের ওপর ঢিল মারে। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা পালটা বের হলে আমরা তাদের বুঝিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে দেই। অন্যদিকে আইডিয়াল কলেজকে কলাবাগান থানা দেখছে। হামলার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে ইতোমধ্যে অধ্যক্ষ কথা বলেছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence