শেষ হলো ৩য় আইডিয়াল বিজনেস ফেস্টিভ্যাল ২০২৫
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:০১ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:০১ PM
আইডিয়াল বিজনেস অ্যান্ড ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত ৩য় আইডিয়াল বিজনেস ফেস্টিভ্যাল ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। ৭–৮ নভেম্বর অনুষ্ঠিত এই উৎসবের প্রধান স্থান ছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যা প্রাঙ্গণকে করেছে উৎসবমুখর ও প্রাণবন্ত।
‘The Comeback of Possibilities’ শ্লোগানধারী এ আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে উদ্ভাবন, নেতৃত্ব ও উদ্যোক্তা ভাবনার বাস্তব অভিজ্ঞতা তৈরি করা। দুই দিনের উৎসবে প্রায় ৫,০০০ শিক্ষার্থী অংশ নেন, যেখানে প্রথম দিনে উপস্থিত ছিলেন প্রায় ৩,০০০ জন। ২০টিরও বেশি স্টলে প্রদর্শিত হয় হাতে তৈরি পণ্য, অলংকার, কসমেটিকস, নানা ধরনের খাবারসহ বিভিন্ন আকর্ষণীয় সামগ্রী।
উৎসবের সময় ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত হয় বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রম- বিজনেস অলিম্পিয়াড, কেস সলভিং, ওয়াল ম্যাগাজিন উপস্থাপন, এক্সটেম্পোর, ডিজিটাল পোস্টার ডিজাইন, মোবাইল লেনসেশন, স্ট্র্যাটেজিক হেইস্ট চ্যালেঞ্জ, রিয়েল-লাইফ টিক-ট্যাক-টো এবং হান্ট ডাউন দ্য ফ্ল্যাগ। এছাড়া বিশেষ ওয়ার্কশপ ‘Roadmap to DU IBA’ পরিচালনা করেন সাদমান হারুন আলভি ও রাফিদা আনজুম।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ লায়লা আখতার বলেন, নবীনদের উদ্ভাবনী ভাবনা বিকশিত করার এমন প্ল্যাটফর্মে অংশ নিতে পেরে আমরা গর্বিত। ক্লাবের সভাপতি সাফরিন সরকার জানান, ৩য় আইডিয়াল বিজনেস ফেস্টিভ্যাল শুধু একটি অনুষ্ঠান নয়, এটি বিশ্বাস, সাহস ও অসীম সম্ভাবনার পুনর্জাগরণ।
উৎসব শেষে মোট ৩০ জন বিজয়ী বিভিন্ন বিভাগে মেডেল, ক্রেস্ট ও বিশেষ স্বীকৃতি লাভ করেন। ব্রোঞ্জ স্পনসর হিসেবে অংশ নেয় Earth’s Ants, পাশাপাশি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত থাকে কিশোর আলো, সময় টিভি, টিবিএস গ্র্যাজুয়েটস, খন্দানি চিত্রো, ইনফোগ্রাম, ম্যাগনাস একাডেমি, আলপেনলিভ চুই, টিক হোস্ট, গো গ্রিন, রেড ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং দ্য ডেইলি ক্যাম্পাস।