হাবীবুল্লাহ বাহার কলেজে পানির ফিল্টার স্থাপন করেছে ছাত্রদল

হাবীবুল্লাহ বাহার কলেজে ছাত্রদলের স্থাপিত পানির ফিল্টার
হাবীবুল্লাহ বাহার কলেজে ছাত্রদলের স্থাপিত পানির ফিল্টার  © সৌজন্যে প্রাপ্ত

শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানির ফিল্টার স্থাপন করেছে হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ শাখা ছাত্রদল। এ সময় ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচিও পালন করে সংগঠনটি।
 
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) ইমরুল কায়েস। 

বিশেষ অতিথি ছিলেন হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আসাদুজ্জামান ভূইয়া মাসুদ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন খাঁন মঈন, সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ, কাওসার আহমেদ সৈকত, মোস্তফা আহমেদ, সাবেক সদস্য হায়াত জিয়া আশরাফী, নূর হোসেন, নাজমুল হাসান প্রমুখ। এ সময় অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নির্দেশে এ কর্মসূচি পালিত হয়।


সর্বশেষ সংবাদ