বিসিএসে সাফল্যের মুকুট: প্রাক্তন ৫ শিক্ষার্থীকে সম্মাননা দিল হামদর্দ পাবলিক কলেজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ PM
স্বপ্নের পথচলায় নতুন পালক যোগ করল হামদর্দ পাবলিক কলেজ। প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্যে উদ্ভাসিত হলো প্রতিষ্ঠানের অঙ্গন। ৪৮তম বিসিএস (স্বাস্থ্য)–এ সুপারিশপ্রাপ্ত পাঁচ গৌরবময় শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করে সম্মান জানাল কলেজ কর্তৃপক্ষ। সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীরা বলছেন, অনুষ্ঠানটি শুধু সম্মাননার নয়; বরং এক প্রেরণার মশাল, যা কলেজের অনুজদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে সস্মাননা ক্রেস্টগুলো তুলে দেন কলেজের প্রতিষ্ঠাতা ও হামদর্দ ল্যাবরেটরীজ ওয়াকফ বাংলাদেশ-এর চিফ মোতাওয়াল্লী- ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া; হামদর্দ পাবলিক কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও হামদর্দ বাংলাদেশের সিনিয়র পরিচালক অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন।
অনুষ্ঠানে ড. হাকীম মো. ইউছুফ হারুন বলেন, ‘সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা সততা ও নিষ্ঠার সাথে দেশের স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। তোমরা শুধু একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওনি, বরং সৎ পথে চলার অঙ্গীকারকে নতুনভাবে দৃশ্যমান করেছ। তোমাদের এই সাফল্য হামদর্দ পরিবারের গর্ব, দেশের গৌরব।
এ সময় উপস্থিত ছিলেন, হামদর্দ পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। ৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হামদর্দ পাবলিক কলেজের ৫ শিক্ষার্থী। তারা হলেন- ডা. সাদ মিল্লাদ; মাহফুজা সুলতানা মজুমদার তন্নী; ডা. কৃষ্ণ চন্দ্র রায়; ডা. কল্যাণ চন্দ্র রায় ও ডা. মো. সোহেল রানা।