৪ দশক পর ময়মনসিংহ কেবি কলেজে মানবিক শাখা চালু

২৯ জুলাই ২০২৫, ০৮:২৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ০৯:৫০ PM
কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজে মানবিক শাখা চালু হয়েছে। এতে ২০০ আসন বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (৩০ জুলাই)  থেকে এই ভর্তি কার্যক্রম শুরু হবে। এ খবরে কলেজটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

 মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে মানবিক শাখা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন কলেজ অধ্যক্ষ ড. এম. আতাউর রহমান। 

এর আগে গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার উপসচিব কাজী নূরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ৬টি শর্তের ভিত্তিতে এই অনুমতিপত্র প্রদান করা হয়। তবে ২৯ জুলাই সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ডাকযোগে এই অনুমোদন পত্র কর্তৃপক্ষ হাতে পায় বলে জানা গেছে।

সূত্র জানায়, ১৯৮৫ সালের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় কেবি কলেজটি প্রতিষ্ঠিত হয়। কিন্তু কলেজটিতে ছিল না মানবিক শাখা। ফলে একটি অংশের অপূর্নতা নিয়েই কলেজটি সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরই মধ্যে কলেজটি ঢাকা বোর্ডে সেরা দশে এবং ময়মনসিংহ বোর্ডে সেরা ফলের সুনাম অর্জন করে।

কলেজ অধ্যক্ষ ড. এম. আতাউর রহমান জানান, কলেজটিতে মানবিক শাখা না থাকার কারণে আমাদের মধ্যে অপূর্ণতা বিরাজ করছিল। এ কারণে বিগত ৩ মাস আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত একটি আবেদন করা হলে বর্তমান সরকার কলেজটিতে মানবিক শাখা চালুর অনুমোদন দেয়। এতে পূর্নাঙ্গ রূপ পেল কলেজটি। এর মধ্য দিয়ে এ অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকরা এ সুবিধাভোগ করবে পারবে।

প্রসঙ্গত, বর্তমানে কলেজটির বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখায় শিক্ষার্থী রয়েছে প্রায় ১৭০০। এর বিপরীতে ৩১ জন শিক্ষক তাদের পাঠদান করছেন। এ ছাড়া কলেজটিতে প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনায় ৭ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে ১৯ জন।

জামায়াতে যোগ দিলেন এবি পার্টির এমপি প্রার্থী লিপসন
  • ১৯ জানুয়ারি ২০২৬
এবারের নির্বাচন দেশের ইতিহাসে ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ
  • ১৯ জানুয়ারি ২০২৬
 সোনার দামে নতুন রেকর্ড, এবার ভরি কত?
  • ১৯ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারির আগে মাদ্রাসায় ছাত্রসংসদসহ সব নির্বাচন বন্ধের…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চৌদ্দগ্রামে জামায়াতের ৩ নির্বাচনী অফিসে আগুন, ডা. তাহেরের ন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
খুলনায় এনসিপি নেতা পরিচয়ে ২০ লক্ষ টাকা দাবি, ৩ জন আটক
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9