সোহরাওয়ার্দী কলেজ শাখা নাগরিক ছাত্র ঐক্য কমিটির আত্মপ্রকাশ 

সোহরাওয়ার্দী কলেজ শাখা নাগরিক ছাত্র ঐক্য কমিটির আত্মপ্রকাশ 
সোহরাওয়ার্দী কলেজ শাখা নাগরিক ছাত্র ঐক্য কমিটির আত্মপ্রকাশ   © টিডিসি

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রথমবারের মতো নাগরিক ছাত্র ঐক্য কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। এতে সমন্বয়ক পদে অর্ণব দাস এবং সহ-সমন্বয়ক পদে মো. তামিম ইকবাল মনোনীত হয়েছেন। সমন্বয়ক অর্ণব দাস সোহরাওয়ার্দী কলেজের মানবিক বিভাগ এবং সহ-সমন্বয়ক মো. তামিম ইকবাল ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী। 

শুক্রবার (২০ জুন) নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সংসদে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সংসদের সাংগাঠনিক সম্পাদক (ভার) আবু সাইদের সুপারিশ ও যাচাই শেষে কেন্দ্রীয় সাধারণ সভার মাধ্যমে নাগরিক ছাত্র ঐক্য শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার ৬ সদস্যবিশিষ্ট কমিটিটির অনুমোদন দেওয়া হয়। 

নবনির্বাচিত আহবায়ক অর্ণব দাস দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি অত্যন্ত গর্ব ও দায়িত্ববোধ নিয়ে জানাচ্ছি যে, আমি নাগরিক ছাত্র ঐক্য – সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি এই দায়িত্ব শুধু একটি পদ নয় – এটি একটি অঙ্গীকার। শিক্ষা, ঐক্য ও শান্তির ধারা বজায় রাখার জন্য আমি নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। শিক্ষাঙ্গনকে বিভাজনের হাত থেকে মুক্ত রেখে শিক্ষার্থীদের মধ্যে ঐক্যতা এবং কলেজ প্রাঙ্গণে শান্তি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

এছাড়াও আমরা চাই, এই কলেজে প্রত্যেক শিক্ষার্থী স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারুক, সবার জন্য সমান অধিকার নিশ্চিত হোক এবং শিক্ষার মান উন্নত হোক। বিভেদের দেয়াল নয়, গড়ে তুলবো সহমর্মিতার সেতু। সবার সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি। শিক্ষা, ঐক্য, শান্তি—এই তিন নীতিতে অটল থেকে আমরা এগিয়ে যাবো।

উল্লেখ, এ কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে আহবায়ক কমিটি করবার নির্দেশনা প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ