উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল রাজশাহী কলেজ

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা  © টিডিসি

রাজশাহী কলেজের গৌরবময় ধারাবাহিকতার অংশ হিসেবে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, পাবলিক বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রাজশাহী কলেজ। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২ টায় কলেজ অডিটোরিয়াম কক্ষে আয়োজিত বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে ২১৫ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী বলেন, তোমরা ন্যায়ের পথে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা আমাদের। রাজশাহী কলেজ শুধু একজন শিক্ষার্থী নয়, একজন ভালো মানুষ তৈরির কারিগর। পাশাপাশি ২০২৫ সালের পরীক্ষার্থীরা তোমাদের এই অর্জন তাদের প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি জুলাই বিপ্লবের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ ও আহতদের সুস্থ কামনা করেন। 

চান্সপ্রাপ্তদের মধ্যে এ.কে.এম. আসাদ-উজ-জামান নামের এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, এই কৃতিত্ব আমার একার নয় আমার পরিবার, শিক্ষক এবং রাজশাহী কলেজের সম্মিলিত অবদান। কলেজ আমাদের যে ভিত্তি তৈরি করে দিয়েছে, সেটাই আজকের এই সাফল্যের পেছনে মূল শক্তি।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, অনুষ্ঠান কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. শাহ মোঃ মাহবুব আলম, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকারসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা। এছাড়া দিনব্যাপী এই আয়োজনের শেষ ভাগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন কৃতিত্ব শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ