ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষ ঠেকাতে হবে সমঝোতা চুক্তি

২৪ এপ্রিল ২০২৫, ০৯:২৯ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০১ PM

© সংগৃহীত

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে উভয় কলেজের অধ্যক্ষদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংঘর্ষের পুনরাবৃত্তি রোধে প্রাথমিকভাবে ধানমন্ডি এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে একটি সমঝোতা চুক্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ধানমন্ডি মডেল থানায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার, সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ এম মোবারক হোসাইন এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ। সভায় ধানমন্ডি অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও অংশ নেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

ডিসি মাসুদ আলম বলেন, “দুই কলেজের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আজ আমরা একটি সমঝোতার লক্ষ্যে বসেছিলাম। সিদ্ধান্ত হয়েছে, ভবিষ্যতে যাতে এ ধরনের সংঘর্ষ না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কলেজগুলো একটি সমঝোতা চুক্তি করবে। ইতোমধ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, যেখানে কলেজগুলোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যুক্ত হয়েছেন। এই গ্রুপে তথ্য আদান-প্রদান করা হবে।”

তিনি আরও জানান, শুধু ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ নয়—এই উদ্যোগের সঙ্গে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজকেও যুক্ত করা হচ্ছে। চুক্তিনামা অনুযায়ী কাজ করলে ভবিষ্যতে সংঘর্ষ এড়ানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

মঙ্গলবারের সংঘর্ষে যারা জড়িত ছিল, তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নে ডিসি মাসুদ বলেন, “প্রথমবারের মতো আমরা শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে তাদের সতর্ক করব। ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনায় জড়ালে তখন কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”

প্রসঙ্গত, মঙ্গলবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং অন্তত ৫০ জন আহত হন, যাদের মধ্যে পুলিশ সদস্য, সাংবাদিক ও পথচারীরাও ছিলেন।

শত্রু দেশের ওপর নজরদারি করতে কৃত্রিম উপগ্রহ পাঠাল ভারত
  • ১২ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় চাকরি, আবেদন স্নাতক পাসেই
  • ১২ জানুয়ারি ২০২৬
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফের আবেদনের সুযোগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9