হামদর্দ পাবলিক কলেজে বর্ণিল আয়োজনে ক্রিকেট উৎসব

১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ PM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ PM
বর্ণিল আয়োজনে হামদর্দ পাবলিক কলেজে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ক্রিকেট উৎসব

বর্ণিল আয়োজনে হামদর্দ পাবলিক কলেজে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ক্রিকেট উৎসব © সংগৃহীত

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের প্রাণপুরুষ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়ার প্রতিষ্ঠিত হামদর্দ পাবলিক কলেজের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আমরুপালী–রুহ্আফজা এইচপিসি ক্রিকেট প্রিমিয়ার লিগ–২০২৫।  ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দিনব্যাপী এই ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কলেজের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়ার অনুপ্রেরণায় এবং পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুনের প্রত্যক্ষ দিকনির্দেশনায় মানসম্মত পড়াশোনার পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম ও খেলাধুলায় নিয়মিত অবদান রেখে চলেছে হামদর্দ পাবলিক কলেজ। তারই ধারাবাহিকতায় এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার এবং হামদর্দ বাংলাদেশের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক আমিরুল মোমেনীন মানিক। উদ্বোধনী আয়োজনে বেলুন উড়ানো, শিক্ষার্থীদের পরিবেশনায় ফ্ল্যাশমব এবং অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়।

ফাইনালে মুখোমুখি হয় এইচপিসি ফিনিক্স ও এইচপিসি ফ্যালকন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন প্রাণিবিদ্যা বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ কামরুজ্জামান, গণিত বিভাগের প্রভাষক জয়ন্ত কুমার সাহা এবং রসায়ন বিভাগের প্রভাষক আব্দুল মোমিন।

উদ্বোধনী বক্তব্যে আমিরুল মোমেনীন মানিক বলেন, কলেজের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়ার প্রত্যাশা ছিল শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয়, সব ধরনের ক্রীড়ানৈপুণ্যেও দক্ষ হয়ে উঠবে। হামদর্দ পাবলিক কলেজ সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের অধ্যবসায়, নিয়মানুবর্তিতা, সহনশীলতা ও দলগত নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টুর্নামেন্টে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো মাঠ ছিল উৎসবমুখর। খেলা শেষে বিজয়ী ও রানারআপ উভয় দলকেই ট্রফি প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। তিনি বলেন, হামদর্দ পাবলিক কলেজের শিক্ষার্থীরা পড়াশোনা ও খেলাধুলা উভয় ক্ষেত্রেই আন্তর্জাতিক মানে নিজেদের যোগ্য করে তুলবে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন কলেজের স্পোর্টস কমিটির প্রধান ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক হাবিবুর রহমান। তিনি খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মীর জিনাত মেহবুবা। খেলায় ধারাভাষ্য প্রদান করেন সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক মো. সোহেল রানা এবং ইংরেজি বিভাগের প্রভাষক রিনা আক্তার (রিনি)।

ইসিতে দ্বিতীয় দিনের প্রথমার্ধে আপিল শুনানি বৈধ ঘোষণা ২৭, বা…
  • ১১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় হলে কী করবে ইংল্যান্ড?
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন প্রোগ্রাম চালুর পরিকল্পনা বিসিবির
  • ১১ জানুয়ারি ২০২৬
জাপা ও এনডিএফ প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ কেন অবৈধ নয়: হ…
  • ১১ জানুয়ারি ২০২৬
রিটার্নিং কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার পেছনে মব ভয় কাজ করছে: জ…
  • ১১ জানুয়ারি ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪০, আ…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9