ভিকারুননিসা-আইডিয়াল-মনিপুরে সেনাবাহিনী থেকে অধ্যক্ষ দেওয়ার দাবি

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২০ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
ভিকারুননিসা-আইডিয়াল-মনিপুরে সেনাবাহিনী থেকে অধ্যক্ষ দেওয়ার দাবি

ভিকারুননিসা-আইডিয়াল-মনিপুরে সেনাবাহিনী থেকে অধ্যক্ষ দেওয়ার দাবি © ফাইল ফটো

রাজধানী স্বনামধন্য তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল পদের কর্মকর্তাকে অধ্যক্ষ পদে প্রেষণে পদায়ন করার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে এ দাবি জানিয়ে সংগঠনটি একটি বিবৃতি দিয়েছে। সংগঠনের সভাপতি মো. জিয়াউল কবির দুলু সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দীন মাহমুদের নিকট এ আবেদন জানান।

তিনি বলেন, এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সমস্যা নিরসন, অনিয়ম দুর্নীতি রোধকল্পে সেনাবাহিনী থেকে অধ্যক্ষ পদায়ন দিতে হবে।

একই দাবিতে আজ (বৃহস্পতিবার) রাজধানীতে বিক্ষোভ করেছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তারা মতিঝিল মূল ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নিয়ে এ দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা নতুন অধ্যক্ষের পদত্যাগ এবং একজন সাবেক আর্মি অফিসারকে অধ্যক্ষ হিসেবে নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমরা আমাদের আগের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিলাম। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগ করেন।

শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি ছিল সেনাবাহিনীর সাবেক যেকোনো একজন অফিসার নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করবেন। কিন্তু আমরা আজ দেখতে পেয়েছি ফেরদৌস নামে আওয়ামীপন্থি ঘুষখোর একজন শিক্ষককে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা কোনো শিক্ষার্থী তাকে অধ্যক্ষ হিসেবে মেনে নেব না। যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

গোপালগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট, জরিমানা আদায় ৪৫ হাজার টাকা
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, জেনে নিন খুঁটিনাটি
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে ৮ দিনই ছুটির সুযোগ সরকারি চাকরিজী…
  • ২৪ জানুয়ারি ২০২৬
দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখব না: জা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিধি লঙ্ঘন, হামলা ও নারী কর্মীদের হেনস্থাসহ বিএনপির বিরুদ্ধ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিসিবির কাছে যে অনুরোধ করল শান্ত
  • ২৪ জানুয়ারি ২০২৬