এইচএসসিতে শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছে মন্ত্রণালয়

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM
এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে মন্ত্রণালয়

এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে মন্ত্রণালয় © ফাইল ছবি

চলতি বছরে প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষায় শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা বোর্ডগুলোর কাছে তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মিজানুর রহমানের সই করা অফিস আদেশে বোর্ড চেয়ারম্যানদের কাছ থেকে এ তথ্য চাওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যথাক্রমে ঢাকা, রাজশাহী, দিনাজপুর, যশোর, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বরিশাল ও ময়মনসিংহের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনও শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি মর্মে অনেক পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে।

অফিস আদেশে গত  ৮ ফেব্রুয়ারি প্রকাশিত এইচএসসি পরীক্ষায় যে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনও শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি, অর্থাৎ পাসের হার শূন্য, সেসব  শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা আগামী ৩ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়।

আরও পড়ুন: উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আসন ১৩ লাখ, এইচএসসিতে পাস ১০ লাখ

এর আগে চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিস্তারিত ফলাফলে দেখা দেছে— দেশের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।

ফলাফলে বলা হয়েছে, দেশের মোট ৯ হাজার ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন পরীক্ষার্থী। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৩৩০টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন এবং ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। গত বছর শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৫টি।

গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬
ভর্তি কার্যক্রম শুরুর তারিখ জানাল রুয়েট
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ‘তারুণ্যের ভাবনায় নির্বাচনী ইশতেহার’ শীর্ষক ডায়ালগ অ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাকা মেডিকেলের ভবন থেকে লাফ দিয়ে তরুণীর ‘আত্মহত্যা’
  • ২৫ জানুয়ারি ২০২৬