প্রার্থিতা ফিরে পেলেন কামরুজ্জামান ভূঁইয়া, কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস

১০ জানুয়ারি ২০২৬, ০৪:৫২ PM
কামরুজ্জামান ভূঁইয়া লুটুল

কামরুজ্জামান ভূঁইয়া লুটুল © সংগৃহীত

আইনি লড়াইয়ে জয়ী হয়ে অবশেষে গোপালগঞ্জ-২ আসনের নির্বাচনী মাঠে ফিরেছেন স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুল। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

এর আগে গত ৩ জানুয়ারি ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটির অভিযোগ তুলে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে নির্বাচন কমিশন তার মনোনয়ন পুনর্বহাল করে।

প্রার্থিতা ফিরে পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই গোপালগঞ্জ-২ আসনের বিভিন্ন এলাকায় কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা আনন্দ প্রকাশ করেন।

নির্বাচন কমিশন কার্যালয় থেকে বেরিয়ে ভোটারদের উদ্দেশ্যে কামরুজ্জামান ভূঁইয়া লুটুল বলেন, ‘আজ সত্যের জয় হয়েছে। এ জয় এককভাবে আমার নয়, এই জয় গোপালগঞ্জবাসীর গণতান্ত্রিক অধিকারের। ষড়যন্ত্র করে মানুষের ভালোবাসাকে আটকে রাখা যায় না—আজ তা আবারও প্রমাণিত হলো।’

তিনি আরও বলেন, ‘আমি কোনো পদ বা ক্ষমতার লোভে নির্বাচনে আসিনি। আমি এসেছি আপনাদের কণ্ঠস্বর হতে। গত কয়েক দিন আমার জন্য শুধু আইনি লড়াই ছিল না, এটি ছিল আপনাদের আস্থার মর্যাদা রক্ষার লড়াই। যারা আমার পাশে ছিলেন, দোয়া করেছেন, বিশ্বাস হারাননি—আমি তাদের কাছে চিরঋণী।’

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘আমি একটি অংশগ্রহণমূলক, বৈষম্যমুক্ত ও প্রগতিশীল গোপালগঞ্জে বিশ্বাস করি। গণতন্ত্রের উৎস জনগণ। আসুন, কাদা ছোড়াছুড়ি ভুলে আমরা উন্নয়ন ও সত্যের পক্ষে দাঁড়াই। ভয় নেই—আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।’

গোপালগঞ্জ-২ আসনে কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের প্রার্থিতা ফিরে পাওয়ায় নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্থানীয় ভোটারদের মতে, তার ব্যক্তিত্ব, মুক্তমনা দৃষ্টিভঙ্গি এবং সাহসী অবস্থান তরুণ ও সাধারণ ভোটারদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

মনোনয়নপত্র বাতিলের ঘটনায় সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হলেও, আজকের এই আইনি বিজয়ের মাধ্যমে কামরুজ্জামান ভূঁইয়া লুটুল এলাকাবাসীর কাছে একজন ‘লড়াকু ও প্রতিবাদী নেতা’ হিসেবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। এখন দেখার বিষয়, আগামী নির্বাচনে ভোটাররা ব্যালটের মাধ্যমে এই আবেগ ও আস্থার কী প্রতিফলন ঘটান।

ইরানের পতাকাই পরিবর্তন করে ফেলল ইলন মাস্কের 'এক্স'
  • ১২ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজে ইয়াবা সেবনকালে ২ শিক্ষার্থী আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার দুই ঘনিষ্ঠজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানে স্টারলিংক পাঠাতে চান ট্রাম্প
  • ১২ জানুয়ারি ২০২৬
‘অনেক দেরি হয়ে যাওয়ার আগেই চুক্তি করুন’: কিউবাকে ট্রাম্পের …
  • ১২ জানুয়ারি ২০২৬
চবির সেই শিক্ষককে হেনস্থায় ঢাবি সাদা দলের উদ্বেগ, জড়িতদের ব…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9