চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনা © সংগৃহীত
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের তীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর এলাকার মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪) এবং অপরজন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা এলাকার মৃত আবুল বাশারের ছেলে আরমান হোসেন (১৬)।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে চান্দিনা উপজেলার তীরচর এলাকায় একটি ইউটার্নের সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারায় চট্টগ্রামগামী যাত্রীবাহী স্টার লাইন বাসটি। এতে বাসটি চট্টগ্রামমুখী লেন থেকে ইউটার্ন অতিক্রম করে ঢাকামুখী লেনে উল্টে পড়ে। ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয় এবং অন্তত ১০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধার করে।
ওসি মো. রুহুল আমিন বলেন, দুর্ঘটনায় নিহত দুজনই বাসটির যাত্রী ছিলেন। তবে ঘটনার পর বাসটির চালক ও হেলপারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।